Team India: মায়ানগরীতে স্মরণীয় বাস প্যারেড, বিশ্বজয়ী রোহিত, বিরাটদের দেখে আবেগঘন শাহরুখের বিশেষ বার্তা
Shah Rukh Khan to Team India: বৃহস্পতিবার নারিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে পর্যন্ত হুডখোলা বাস প্যারডের পর ভারতীয় দলের ক্রিকেটারদের ওয়াংখেড়েতে সম্বর্ধনা দেওয়া হয়।
মুম্বই: আনাচে, কানাচে, গাছে, দেওয়ালের উপরে, বাড়ির ছাদে, যেখানেই তাকানো যায় লোকে লোকারণ্য। আবহাওয়াও দমাতে পারল না উদ্যম। বৃহস্পতিবার, ৪ জুলাই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) শোভাযাত্রা এমনই দৃশ্যের সাক্ষী থাকল। বিরাট, রোহিতদের আনন্দ, উচ্ছ্বাস দেখে আবেগঘন শাহরুখ খানও (Shah Rukh Khan)
বলিউড বাদশাহ শাহরুখ এবং ক্রিকেটের প্রীতি সর্বজনবিদিত। তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্নধার। গত বছর দেশে আয়োজিত বিশ্বকাপের অন্যতম অ্যাম্বাসাডরও ছিলেন শাহরুখ। বৃহস্পতিবার মায়ানগরীতে বিশ্বজয়ী রোহিতদের স্মরণীয় বাস প্যারেড দেখে তিনিও আবেগঘন হয়ে পড়লেন।
শাহরুখ এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'ছেলেপুলেদের এত খুশি এবং আবেগঘন দেখে আমার হৃদয় গর্বে ভরে যাচ্ছে। ভারতীয় হিসাবে আমাদের ছেলেরা এমন উচ্চতায় আমাদের পৌঁছে দিচ্ছে যে সেটা দেখতে পাওয়াও পরম সৌভাগ্যের। টিম ইন্ডিয়ার সকলকে অনেক ভালবাসা। বাকি রাতটা নেচে গেয়েই কাটাও। জয় শাহ, বিসিসিআই এবং সকল সাপোর্ট স্টাফ, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের ছেলেরা এমন গর্বের মুহূর্ত উপহার দিতে পেরেছেন, তাঁদেক সকলকে অনেক অভিনন্দন।'
স্মরণীয় বাস প্যারেড নিয়ে মুখ খোলেন রোহিত শর্মাও। ২০০৭ সালের বিশের বিশ্বজয়ী দলেরও অংশ ছিলেন রোহিত। সেবারের থেকে এবারের বিশ্বজয়ের উদযাপনে কী পার্থক্য রয়েছে? রোহিতকে বলতে শোনা যায়, '২০০৭ সালের ক্ষেত্রে গোটা বিষয়টা বিকেলে শুরু হয়েছিল। আজ তো এখন রাত গিয়েছে। ২০০৭ ভোলা সম্ভব নয়, কারণ ওটা তো আমার ক্রিকেটার হিসাবে প্রথম বিশ্বকাপ ছিল। এবারে দলের অধিনায়ক ছিলাম আমি, তাই আমার কাছে এবারের সফরটা বেশি পছন্দের।'
Seeing the boys so happy and emotional fills my heart with pride…. As Indians this is such an amazing moment - to see our boys take us to such great heights!!! Love u all my Team India… and now dance away all night long.
— Shah Rukh Khan (@iamsrk) July 4, 2024
Boys in Blue take away all the blues!
Big… https://t.co/zN3jUC9mvP
এই শোভাযাত্রায় এহেন দর্শকদের আগমন টিম ইন্ডিয়ার পাশাপাশি দর্শকরাও খেতাব জয় দেখতে কতটা মরিয়া ছিল, তার পরিচয়বক বলেই দাবি রোহিতের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সূর্যর ক্যাচটা টার্নিং পয়েন্ট, এই বিশ্বকাপ ট্রফি গোটা দেশবাসীর: রোহিত