Dhawan On Shubman Gill: শুভমনের জন্য বাদ পড়েছিলেন দল থেকে, আক্ষেপ রয়েছে শিখর ধবনের?
Indian Cricket Team: ২০২২ সালের ডিসেম্বর। শুভমন গিলকে দলে জায়গা করে দেওয়ার জন্য বাদ দেওয়া হয় তাঁকে। শিখর ধবন (Shikhar Dhawan) - আইসিসি টুর্নামেন্টে যাঁর রেকর্ড ঈর্ষণীয়, তাঁর খারাপ লাগেনি?

নয়াদিল্লি: ২০২২ সালের ডিসেম্বর। শুভমন গিলকে (Shubman Gill) দলে জায়গা করে দেওয়ার জন্য বাদ দেওয়া হয় তাঁকে। শিখর ধবন (Shikhar Dhawan) - আইসিসি টুর্নামেন্টে যাঁর রেকর্ড ঈর্ষণীয়, তাঁর খারাপ লাগেনি?
এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুললেন দিল্লির ক্রিকেটার। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শিখর ধবন বলেছেন, 'আমি জানতাম এখান থেকে ফিরে আসাটা কঠিন হবে। বাস্তবসম্মত চিন্তা ছিল সেটা। কে কীভাবে ভাবছে, তার ওপর অনেক কিছু নির্ভর করে। যারা বেশি আবেগপ্রবণ, তাদের কাছে গোটা পৃথিবীই ওলটপালট হয়ে যেতে পারে। আমি ভেবেছিলাম, ঈশ্বর এত কিছু সিদ্ধান্ত আমার পক্ষে দিয়েছেন। ঠিক আছে একটা সিদ্ধান্ত আমার বিরুদ্ধে গেল।'
ধবন আরও বলেছেন, 'সেই সময় শুভমনের সময় ভাল যাচ্ছিল। ও দুটো ফর্ম্যাটে খেলছিল। দুটে ফর্ম্যাটে ভাল করছিল। টি-২০ ও টেস্ট ম্যাচে ও ভাল করছিল। ওর পারফরম্যান্স সকলের চোখের সামনে ছিল। আমি দলে ঢুকছিলাম আবার বেরিয়ে যাচ্ছিলাম। ও ভাল খেলেছিল তাই সুযোগ পেয়েছিল। আমার একটা সিরিজ খারাপ যায়। বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে আমি নেতৃত্ব দিই। ভাল করি। ৬০-৭০ রান করছিলাম। এটাই জীবন। সব কিছু ঠিকঠাক হয় না।'
View this post on Instagram
আরও পড়ুন: উৎসাহ দিয়েছেন সৌরভও, বাংলার প্রথম মহিলা হিসাবে দুর্দান্ত নজির গড়তে চলেছেন বিউটি
জীবনে কিছু ঝড় আসে। আবেগের দিক থেকে মজবুত থাকা জরুরি। উপলব্ধি শিখর ধবনের। সিনিয়র প্লেয়ারদের কি বলা উচিত ছিল যে, ওকে এখনই বাদ দিও না? প্রশ্ন শুনে হাসছেন ধবন। বাঁহাতি ব্যাটার বলছেন, 'এরকম কিছু হয়নি। এরকম আশা করাটাও ঠিক নয়। গোটা বিশ্ব আপনার জন্য বসে থাকবে এটা হতে পারে না। নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ায় ঠিক নয়। ভাল কিছু ঘটলে তখন তো আমরা ভাবি না যে, কেউ একটা হস্তক্ষেপ করল আর ভাল কিছু ঘটে গেল। আমারও তো নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছিল। তখন আমার ৩৫-৩৬ বছর বয়স। তখন তো আমি বলিনি যে, কেউ হস্তক্ষেপ করল বলে আমি অধিনায়ক হলাম। এভাবে ভাবাটাই অনুচিত।'
আরও পড়ুন: আর বিনা পয়সায় দেখা যাবে না আইপিএল! মাথায় হাত ক্রিকেটপ্রেমীদের




















