Shreyas Iyer: সব জল্পনা সরিয়ে ওয়ান ডে সিরিজ জাতীয় দলে দায়িত্ব নিয়েই কামব্যাক শ্রেয়সের
IND vs NZ ODI: কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার। শুধু জাতীয় দলে ফেরাই নয়, দায়িত্বও পেয়েছেন।

মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজের ম্য়াচ খেলার সময় চোট পেয়েছিলেন। যার জন্য ছিটকে যেতে হয়েছিল ২২ গজ থেকে। এরপর ফের একবার জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন শ্রেয়স আইয়ার। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার। শুধু জাতীয় দলে ফেরাই নয়, দায়িত্বও পেয়েছেন। শুভমন গিলের ডেপুটি হিসেবে দলে ফিরেছেন শ্রেয়স।
আগামী ৬ জানুয়ারি মুম্বইয়ের জার্সিতে বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামবেন শ্রেয়স। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে ম্য়াচ প্র্য়াক্টিস পেয়ে যাচ্ছেন ডানহাতি ব্যাটার। শনিবার বিকেলে আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজের জন্য় দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলে ফেরানো হয়েছে শুভমন গিলকে। যিনি চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেননি। তাঁর পরির্তে সেই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেই সিরিজে জিতেছিল ভারত। ব্যাট হাতে দুরন্ত ছন্দে ছিলেন রোহিত ও কোহলি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলবেন শুভমন। তাঁকেই অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে যে শুভমনের নেতৃত্বেই ট্রফি জয়ের অঙ্ক কষছে ভারত, সেটাও অনেকটাই পরিষ্কার।
দুরন্ত পারফরম্য়ান্স সত্ত্বেও ব্রাত্য শামি
চলতি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে পাঁচ ম্যাচে ইতিমধ্যেই ১১টি উইকেট নিয়ে ফেলেছেন মহম্মদ শামি। তাঁর বোলিং গড় মাত্র ২২.২৭। তবে এই ফর্মে থাকলেও যশপ্রীত বুমরার অনুপস্থিতিতেও শামিকে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে দলে নেওয়া হয়নি। আইসিসি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের ২০২৭ সালের বিশ্বকাপ খেলার আশাও ক্রমেই ফিকে হচ্ছে। তবে শামিকে পারফরম্যান্সের পরে দলে নেওয়ায় টিম ইন্ডিয়ার সমর্থকদের একাংশ অত্যন্ত ক্ষুব্ধ। আর তাঁদের ক্ষোভের কেন্দ্রে টিম ইন্ডিয়ার কোচ ও প্রধান নির্বাচক। কেউ শামিকে দল থেকে কেন বাদ দেওয়া হয়েছে তাঁর কারণ দর্শাতে বলছেন তো কেউ আবার শামিকে বাদ দেওয়ার পরেই তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সের খতিয়ান দিয়েছেন।
বর্তমানে ঘরোয়া ক্রিকেট মরশুমে তিনি বাংলার হয়ে বল হাতে আগুন ঝরাচ্ছেন। এর পরে আশা করা হয়েছিল তিনি হয়তো আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজে জাতীয় দলে ফিরবেন। তবে সেখানেও ব্রাত্য শামি। এরপরেই সমর্থকদের একাংশ অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।




















