De Villiers on Shreyas Iyer: 'দরজার পিছনে কী হচ্ছে সেটা কেই বা জানে?', শ্রেয়স আইয়রারের বাদ পড়া নিয়ে বিস্ফোরক ডিভিলিয়ার্স
Asia Cup 2025: এশিয়া কাপের মূল দলে তো বটেই, ভারতীয় নির্বাচকরা শ্রেয়স আইয়ারকে রিজার্ভেও রাখেননি।

নয়াদিল্লি: গত মঙ্গলবারই আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা হয়ে গিয়েছে। সেই দল ঘোষণার পর বর্তমানে সবথেকে আলোচ্য বিষয় হল স্কোয়াডে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) না থাকা। এবার সেই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স (AB De Villiers)।
বর্তমানে শ্রেয়স আইয়ার দুরন্ত ফর্মে রয়েছেন। তিনি মুম্বইকে অধিনায়ক হিসাবে গত সৈয়দ মুস্তাক আলি ট্রফি জেতান। এরপর আইপিএলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে ফাইনালে পৌঁছে তো দেনই, পাশাপাশি ব্যাট হাতে নিজের সেরা আইপিএল মরশুমও কাটান। তারপরেও অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী তাঁকে ১৫ জনের এশিয়া কাপের দলে না রাখায় চারিদিকে আলোচনা, সমালোচনা হচ্ছে। ডিভিলিয়ার্স এর পিছনে কোনও ক্রিকেটীয় কারণ দেখতে পাচ্ছেন না।
তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ চ্যাটে বলেন, 'এই গোটা বিষয়টা বেশ কঠিন। আমি দলটা দেখছিলাম এবং ভাবছিলাম এখানে কোথায় রাখব শ্রেয়সকে। আমি হেডলাইনগুলি পড়েছি এবং জানি কিছু সমর্থক এই সিদ্ধান্তে বেশ হতাশ। শ্রেয়স নিজেই হয়তো সবথেকে বেশি হতাশ হবে, কারণ বিগত কয়েক বছর ও দারুণ ক্রিকেট খেলেছে। ও পরিপক্ক হয়েছে এবং দারুণভাবে নেতৃত্বও দিয়েছে। তবে দরজার পিছনে কী হচ্ছে, তা কেই বা জানে? কেউ না। আমি জানি না, আপনারাও জানেন না। শ্রেয়স নিজেও হয়তো জানে না। তবে বিগত সময়ে কিছু এমন জিনিসপত্র হয়েছে যার কারণে হয়তো ওকে গ্রাহ্য করা হচ্ছে না। অবশ্য ওর দক্ষতা নিয়ে সন্দেহ নেই। আমার দলে ও বেশিরভাগ সময়ই থাকবে।'
এরপরেই ডিভিলিয়ার্স আরও ব্যাখা দেন, 'আমি শ্রেয়সের কথা বলছি না। তবে কখনও কখনও আমি অধিনায়ক থাকাকালীন দল নির্বাচনে দুই খেলোয়াড়ের একজনকে বাছাই করার হলে আমি সবসময় এমন খেলোয়াড়কে দলে নিতাম যে মাঠের বাইরেও দলের হয়ে বেশি অবদান রাখতে পারবে। খেলার বিষয়টা ৫০-৫০ হলে, তখন বাকি দিকগুলি দেখতে হয়। যেমন ধরুন দলে ও কী অবদান দিচ্ছে, ওর স্বভাব কেমন, ও বাকি খেলোয়াড়দের কতটা উজ্জীবিত করতে পারে। হয়তো শ্রেয়সের বিষয়টাও এইসবের ওপর নির্ভর করেই নির্ধারিত হয়েছে। যদিও গোটাটাই আমার ধারণা। তবে ওর মতো প্রতিভাবান একজনের টিম ইন্ডিয়ার হয়ে সুযোগ না পাওয়াটা সত্যিই আমার কাছে চমকপ্রদ। বিশেষত যেখানে ওর মধ্যে এত ভাল নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। হয়তো ওর ক্ষেত্রে সংঘাতটা একটু বেশিই।'
''




















