Shreyas Iyer: মিলেছে ফিটনেস সার্টিফিকেট, নিউজ়িল্যান্ড সিরিজ়ের আগেই বিজয় হাজারেতে নামছেন শ্রেয়স আইয়ার
Vijay Hazare Trophy 2025-26: মুম্বই ক্রিকেট সংস্থার সচিব উন্মেশ খানভিলকার সাক্ষাৎকারে জানান শ্রেয়স খেলার জন্য সেন্টার অফ এক্সিলেন্স থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছেন।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ক্যাচ ধরতে গিয়ে প্লীহায় চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তারপরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বহুদিন ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের থেকে বাইরে রয়েছেন শ্রেয়স। তবে তাঁর চোট অনেকেটাই সেরেছে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সদ্য ঘোষিত ভারতের ওয়ান ডে দলেও সুযোগ পেয়েছেন শ্রেয়স। তবে ভারতের হয়ে মাঠে নামার আগে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) খেলতে দেখা যাবে তাঁকে।
TOI-র রিপোর্ট অনুযায়ী চলতি বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে মুম্বইয়ের হয়ে ৬ এবং ৮ জানুয়ারি শ্রেয়স আইয়ার, সূ্র্যকুমার যাদব এবং শিবম দুবে, তিনজনকেই খেলতে দেখা যাবে। ভারতীয় দলে সহ-অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারকে রাখা হলেও, বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছিল শ্রেয়স বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স থেকে ছাড়পত্র পেলেই শ্রেয়স মাঠে খেলতে নামতে পারবেন।
𝗡𝗢𝗧𝗘:
— BCCI (@BCCI) January 3, 2026
Shreyas Iyer’s availability is subject to fitness clearance from BCCI COE.
Hardik Pandya has not been cleared by the BCCI COE to bowl 10 overs in a match, and considering the ICC Men’s T20 World Cup to follow, his workload is being managed.#TeamIndia | #INDvNZ
মুম্বই ক্রিকেট সংস্থার সচিব উন্মেশ খানভিলকার সাক্ষাৎকারে জানান শ্রেয়স খেলার জন্য সেন্টার অফ এক্সিলেন্স থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছেন। তিনি বলেন, 'আইয়ার আমাদের জানিয়েছে যে ও আজ (শনিবার) বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স থেকে বিজয় হাজারে ট্রফিতে খেলার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গিয়েছে। শ্রেয়স, সূর্য এবং দুবে, সকলেই কাল (রবিবার) জয়পুরে পৌঁছে যাবে এবং মুম্বইয়ের হয়ে ওরা বিজয় হাজারে ট্রফির শেষ দুইটি ম্যাচও খেলবে।'
শ্রেয়সের পাশাপাশি আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ে ভারতীয় অধিনায়ক শুভমন গিলেরও চোট সারিয়ে কামব্যাক ঘটেছে। তাঁর শনিবারই পাঞ্জাবের হয়ে বিজয় হাজারেতে মাঠে নামার কথা ছিল। তবে কামব্যাক ম্যাচের আগেই বিপত্তি। মাঠে নামতেই পারলেন না শুভমন গিল।
বিজয় হাজারে ট্রফিতে পঞ্জাবের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন গিল। শনিবার সিকিমের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল তাঁর। কিন্তু পেটের সংক্রমণে আক্রান্ত শুভমন। শনিবার বিজয় হজারে ট্রফির ম্যাচে খেলতে পারলেন না। পঞ্জাব শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমনের অসুস্থতা গুরুতর নয়। সামনেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ় খেলবে ভারত। সে কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে শুভমনকে।




















