Shreyas Iyer: মাঠে ফেরার তোড়জোড় শুরু, বিজয় হাজারে ট্রফিতেই কামব্যাক ঘটাতে পারেন শ্রেয়স আইয়ার
Vijay Hazare Trophy 2025-26: এখন না হলেও, শ্রেয়সের বিজয় হাজারে ট্রফির শেষের দিকের ম্যাচগুলিতে খেলার সম্ভাবনা রয়েছে।

মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ়ে ক্যাচ ধরতে গিয়ে চোটের কবলে পড়েন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সেই চোট এতটাই গুরুতর ছিল যে তাঁকে দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয়। তিনি আবার কবে মাঠে ফিরবেন, সেই নিয়ে জোর সংশয় ছিল। তবে অবশেষে মাঠে ফেরার লড়াই শুরু করে দিলেন ভারতীয় ওয়ান ডে দলের সহ-অধিনায়ক।
গুরুতর চোট পাওয়ার পর, গতকাল, ২৪ ডিসেম্বরই মুম্বইয়ে শ্রেয়স আইয়ার প্রথমবার নিজের ব্যাটিং অনুশীলন সারেন। TOI-র রিপোর্ট অনুযায়ী শ্রেয়স প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং করেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি ব্যাটিংয়ের সময় নিজের শরীরে কোনওরকম অস্বস্তি অনুভূব করেননি। শ্রেয়স নিজেও নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ব্রেবোর্ন স্টেডিয়ামে ট্রেনারের সঙ্গে স্ট্রেচিংয়ের পাশাপাশি দৌড়তেও দেখা যায়। অর্থাৎ নিজের ফিটনেস ফিরে পেতে জোরকদমে অনুশীলন করছেন শ্রেয়স।
মুম্বইতে নিজের ফিটনেস এবং ব্য়াটিং অনুশীলন করার পর আপাতত শ্রেয়স বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে নিজের রিহ্যাব সম্পূর্ণ করতে যাচ্ছেন। শ্রেয়সের মাঠে ফেরার দিনক্ষণের বিষয়ে এখনও পর্যন্ত পাকাপাকিভাবে কিছু বলা যাচ্ছে না। তবে শ্রেয়স নিজে দ্রুত মাঠে ফিরতে আগ্রহী। সদ্য শুরু হওয়া বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025-26) খেলতে চান শ্রেয়স। নিউজ়িল্যান্ড সিরিজ়ের আগে এই বিজয় হাজারে ট্রফি খেলেই নিজের ফর্ম ও ফিটনেস প্রমাণ করতে চান শ্রেয়স।
বিসিসিআইয়ের এক সূত্র জানান, 'অস্ট্রেলিয়ায় শ্রেয়স আইয়ার দুর্ভাগ্যজনক চোটের কবলে পড়েন এবং তাতে বেশ অনেকগুলি ম্যাচ খেলতে পারেননি ওঁ। সবথেকে ভাল বিষয় হল ওঁ বুধবার মুম্বইয়ে ব্যাটিংয়ে সেরেছে আর ওঁর ব্যথা অনুভূত হচ্ছে না। ভারত এরপরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে, সেই সিরিজ়়ে ওঁ না খেলতে পারেন, তবে বিজয় হাজারে ট্রফির পরের দিকের ম্যাচগুলিতে ওঁর খেলার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।'
কিন্তু শ্রেয়সের চোট কতটা গুরুতর ছিল, তার আন্দাজ এক বোর্ড কর্তার কথা থেকেই পাওয়া যায়। ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত এক সূত্র এ বিষয়ে জানান, 'প্রায় দশ মিনিট ওঁ তো সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। ওঁর চারিদিকে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরতে বেশ খানিকটা সময় লাগে।' অস্ট্রেলিয়ায় চোট লাগার পর প্রাথমিকভাবে যা মনে করা হয়েছিল, তার থেকে আইয়ারের চোট অনেক বেশি গুরুতর ছিল। তারকা ক্রিকেটারের অক্সিজেন লেভেল কমতে কমতে একসময় ৫০-এ নেমে গিয়েছিল বলে খবর। তবে সেইসব পিছনে ফেলে ফের মাঠে নামতে প্রস্তুতি সারছেন শ্রেয়স।




















