Shreyas Iyer: ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে তো বটেই, এমনকী শ্রেয়স আইয়ারের আইপিএল খেলা নিয়েও সংশয়
IND vs SA: ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।

নয়াদিল্লি: অজ়িভূমে ক্যাচ ধরতে গিয়েই বিপত্তি। বেশ খানিকটা সময় হাসপাতালে কাটিয়ে তারপরে দিনকয়েক আগেই দেশে ফিরেছেন ভারতীয় ওয়ান ডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অনেকেই সংশয়ে ছিলেন শ্রেয়স আদৌ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে খেলতে পারবেন কি না। বর্তমানে যা খবর, তাতে দক্ষিণ আফ্রিকা সিরিজ় তো দূর, শ্রেয়স পরের বছরের শুরুর দিকেও হয়তো মাঠে নামতে পারবেন না।
Dainik Jagran-র রিপোর্ট অনুযায়ী, ডাক্তাররা শ্রেয়সকে মন্থর এবং অত্যন্ত দেখেশুনে, পর্যবেক্ষণের মধ্যে থেকে রিহ্যাব করার পরামর্শ দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী শ্রেয়সের রিহ্যাব পরিকল্পনা যা তাতে তাঁকে মাস দু'য়েক পর ফের একবার একটি ইউএসজি স্ক্যান করাতে হবে। সেই স্ক্যানের রিপোর্ট অনুযায়ী তারকা ক্রিকেটার বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে নিজের রিহ্যাব প্রক্রিয়া শুরু করতে পারবেন। এই গোটা প্রক্রিয়ায় দুই থেকে তিন মাস সময় লাগবে। তাই শ্রেয়সের পক্ষে ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজ় তো বটেই, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামা কার্যত অসম্ভব। তিনি হয়তো আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ মিস করবেন। টুর্নামেন্টের মাঝের দিকে তাঁকে আবার ক্রিকেট মাঠে ফিরতে দেখা যেতে পারে।
দেশে ফেরার পর থেকে শ্রেয়স কিন্তু ডাক্তারদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। সদ্যই শ্রেয়সের ইউএসজি করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টটি বিখ্যাত ক্রীড়ামেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দীনশ পার্দিওয়ালা দেখেছেন। সেই রিপোর্টে শ্রেয়স ঠিকঠাকভাবে সেরে উঠছেন বলেই দেখা গিয়েছে। ফলে তিনি আপাতত হালকা ফুলকা কসরত করার ছাড়পত্র পেয়েছেন। তবে অন্তত মাসখানেক তাঁকে এমন কিছু করা থেকে বিরত থাকতে বলা হয়েছে যাতে তাঁর তলপেটের পেশিতে চাপ পড়ে।
২৯ বছর বয়সি তারকা ক্রিকেটার যাতে সুরক্ষিতভাবে, কোনওরকম ঝুঁকি ছাড়া রিহ্যাব সেরে সম্পূর্ণ করে আবার ফিটনেস ফিরে পেতে পারেন, সেই দিকে জোর দেওয়া হচ্ছে। তাই তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই। শুধু কিন্তু শ্রেয়স নন, বর্তমানে ভারতীয় অধিনায়ক শুভমন গিলও চোটে বিধ্বস্ত। তিনি ঘাড়ের চোটে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতেই পারেননি।
বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের অধিনায়ক সম্পর্কে এক বিবৃতি দিয়ে জানানো হয়, 'ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন। তিনি সেই চোটের কারণেই গুয়াহাটিতে আয়োজিত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন।' অধিনায়ক, সহ-অধিনায়ক, উভয়েই সম্ভবত প্রোটিয়া সিরিজ়ে উপলব্ধ থাকবেন না, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁদের বদলে কাকে ওয়ান ডেতে অধিনায়কত্ব করতে দেখা যাবে? আপাতত পাল্লা কিন্তু ঋষভ পন্থের দিকেই ভারী।



















