Shubman Gill: চিটফান্ড প্রতারণায় যুক্ত শুভমন গিল! চার ভারতীয় ক্রিকেটারকে সমন গুজরাত সিআইডির
Shubhman Gill Chit Fund Fraud Case: ৪৫০ কোটির এই চিটফান্ড প্রতারণায় শুভমন গিলের জেল পর্যন্ত হতে পারে।
নয়াদিল্লি: রাত পোহালেই সিডনিতে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট। সেই ম্যাচে ভারতীয় একাদশে শুভমন গিলের (Shubman Gill) প্রত্যাবর্তনের জোর জল্পনা। তবে তার আগেই বিরাট অভিযোগ উঠল ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। চিটফ্যান্ড প্রতারণায় গুজরাত সিআইডির তরফে পাঠানো হয়েছে সমন। তবে শুভমন গিল একা নন, মোহিত শর্মা, সাঈ সুদর্শন ও রাহুল তেওয়াটিয়ারও নাম জড়িয়েছে এই চিটফান্ড প্রতারণার সঙ্গে।
প্রতারণার কিংপিন ভূপেন্দ্র সিংহ জালাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেই গোটা বিষয়টি তখন সামনে আসে। সে দাবি করেন যে ক্রিকেটার নিয়োগ করা অর্থ ফেরত দেননি। উল্লেখিত চার ক্রিকেটারই আইপিএলে গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। রিপোর্ট অনুযায়ী শুভমন গিল এই স্কিমে ১.৯৫ কোটি টাকার নিবেশ করেছিলেন। বাকিরা এত টাকা না দিলেও, বেশ মোটা টাকা নিয়োগ করেন। সিআইডি আধিকারিকরা এই ঘটনায় ভূপেন্দ্র সিংহ জ্বালার অ্যাকাউন্টের হিসেব নিকেশের দায়িত্বে থাকা রুশিক মেহতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন।
এক রিপোর্ট অনুযায়ী সোমবারই বিভিন্ন জায়গায় রেড করে গুজরাত সিআইডি। সেই রেডে জ্বালার অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন নথি সিআইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করে এবং সেইগুলি খতিয়ে দেখার জন্য বিশেষ এক দল গঠন করা হয়েছে। দোষী প্রমাণিত হলে রুশিককে কিন্তু কড়া শাস্তি পেতে হতে পারে। প্রসঙ্গত, সিআইডি আধিকারিকরা প্রথমে এই চিটফান্ডে ছয় হাজার কোটি টাকা হেরফেরের কথা জানিয়েছিলেন। তবে পরবর্তীতে সেই অর্থের পরিমাণ কমে গিয়ে ৪৫০ কোটিতে এসে দাঁড়ায়। তবে তদন্ত এগোলে এই অর্থের পরিমাণও বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, মাঠের বাইরে ঝামেলায় জড়িয়েছেন বটে, তবে সিডনিতে সব ঠিকঠাক থাকলে ভারতীয় একাদশে প্রত্যাবর্তন ঘটাতে পারেন শুভমন গিল এবং সেটা সম্ভবত রোহিত শর্মার স্থানেই। অনেকেই রোহিতের একাদশে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন। বর্ডার গাওস্কর ট্রফিতে তিন টেস্টে মাত্র ৩১ রান করেছেন রোহিত। অধিনায়ক হিসাবে মাঠে তাঁর শরীরী ভাষা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও সাংবাদিক সম্মেলনে কোচ গম্ভীর রোহিতের খেলা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। শুধু জানান, আকাশ দীপ চোটের কারণে খেলতে পারবেন না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পঞ্চম টেস্টের আগে ভারতীয় সাজঘরে বিশেষ বন্দোবস্ত, কিংবদন্তিদের সম্মান জানাল এসসিজি