Shubman Gill: ৪৬, ৪৭ ওভারে ছক্কাগুলি মারার আগে ২০০-র চিন্তা মাথাতেও আসেনি: শুভমন গিল
Shubman Gill Record: দুরন্ত দ্বিশতরানে এক, দুই নয়, তিন তিনটি রেকর্ড ভাঙেন গিল।
হায়দরাবাদ: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে শেষ ওয়ান ডে ম্যাচে সেঞ্চুরি করেও মন খারাপ ছিল তাঁর। ম্যাচের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে শুভমন গিল (Shubman Gill) বলেছিলেন, আরও বড় ইনিংস খেলা উচিত ছিল তাঁর। ভেতর ভেতর তিনি যে কতটা ফুটছিলেন, তা বোঝা গেল হায়দরাবাদে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs NZ 1st ODI)। কিউয়ি বোলারদের নিয়ি ছিনিমিনি খেললেন পাঞ্জাবের ক্রিকেটার। শেষ পর্যন্ত ১৪৯ বলে ২০৮ রান করলেন।
আগ্রাসী ব্যাটিং
গিলের দ্বিশতরানের পর মহম্মদ সিরাজের চার উইকেটে ভর করে ১২ রানে নিউজিল্যান্ডকে হারায় ভারত। গিলই ম্যাচসেরা নির্বাচিত হন। ম্যাচ শেষে নিজের ইনিংসের বিষয়ে কথা বলতে গিয়ে গিল বলেন, 'আমি মাঠে নেমে শুরু থেকেই আগ্রাসী ছন্দে খেলার চেষ্টায় ছিলাম। তবে অনেক সময়ই অন্য প্রান্ত থেকে উইকেট পড়তে থাকলে, তেমনটা করা সম্ভব হয় না। এই ম্য়াচে শেষমেশ আমি আগ্রাসী ছন্দে ব্যাট করতে সক্ষম হই। বোলাররা শীর্ষে থাকলে আক্রমণাত্মক ব্যাটিং করে ওদের চাপে ফেলাটা প্রয়োজন। নাহলে ওরা পরপর ডট বল করে ব্যাটারদের চাপে ফেলে দেয়। আমি এক, দুই রান করে নেওয়ার মাঝেমাঝে বাউন্ডারিও মারার চেষ্টায় ছিলাম, যাতে ওরা সবসময় চাপে থাকে।'
ভারতের তারকা ওপেনারের দাবি দ্বিশতরান করার বিষয় তাঁর মাথাতেই আসেনি। ৪৬-৪৭ ওভারে লকি ফার্গুসনের বিরুদ্ধে পরপর ছক্কা হাঁকানোর পরেই তিনি প্রথম দ্বিশতরানের কথা ভাবেন। 'আমি ৪৬-৪৭ ওভারে ওই ছক্কাগুলি মারার আগে অবধি একবারও দ্বিশতরান করার কথা ভাবিওনি। কিন্তু ওই ছক্কাগুলি মারার পরেই আমার মনে হয় যে আমি দ্বিশতরান করতে পারি। ব্যাট হাতে যখন নিজের পছন্দমতো শট খেলা যায়, টাইমিং হয়, তখন সেই অনুভূতিটা বেশ ভালই। সত্যি বেশ তৃপ্তি লাগছে। ইনিংসটা সত্যিই স্বপ্নের মতো।'
গিলের রেকর্ড
২৩ বছর ১৩২ দিনে দ্বিশতরান হাঁকিয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ডটি নিজের নামে করে ফেললেন শুভমন। আজ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেলেন ভারতের তারকা ওপেনার। শুধু কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করাই নয়, শুভমন এদিন আরও দুইটি রেকর্ড ভাঙেন। এই ম্যাচেই তিনি দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ান ডেতে হাজার রান করার কৃতিত্বও নিজের নামে করেন। ১৯ ইনিংসে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল। তাঁর আগে বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে এটাই কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। শুভমন ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের ২৪ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৬ রান করেছিলেন সচিন। পরে ২০০৭ সালে ফের একবার ঝলসে উঠেছিল মাস্টার ব্লাস্টারের ব্যাট। ১৮১ রান করেছিলেন সচিন।