WPL 2024: ব্যাট হাতে ঝড় তুললেন স্মৃতি, এলিস, ২৩ রানে ইউপিকে হারিয়ে জয়ে ফিরল আরসিবি
Women's Premier League 2024: পাঁচ ম্যাচের তিনটি জিতে আরসিবির দখলে লিগ সর্বোচ্চ ছয় পয়েন্ট থাকলেও, নেট রান রেটের জেরে তালিকায় তৃতীয় স্থানে মান্ধানারা। দুই ম্যাচ জিতে আপাতত চারে ইউপি।
বেঙ্গালুরু: চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুললেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং এলিস পেরি (Ellyse Perry)। ইন্দো-অজ়ি জুটির দাপটেই পরাস্ত হল ইউপি ওয়ারিয়ার্স (UP Warriorz), জয়ের সরণীতে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। দ্বিতীয় উইকেটচ মান্ধানা ও পেরির ৯৫ রানের পার্টনারশিপে ভর করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট খুইয়ে ১৯৮ রান তোলে আরসিবি। অর্ধশতরানের ইনিংস খেলেন মান্ধানা, পেরি উভয়েই। জবাবে অ্যালিসা হিলির হাফ সেঞ্চুরি ও দীপ্তি শর্মা, পুনম খেমনারের লড়াকু ইনিংস সত্ত্বেও ১৭৫ রানে থেমে গেল ইউপির ইনিংস। ২৩ রানে ম্যাচ জিতে ডব্লুপিএলে (WPL 2024) ঘরোয়া লেগ সমাপ্ত করল আরসিবি।
ম্যাচে টস জিতে ইউপি অধিনায়ক অ্যালিসা হিলি প্রথমে আরসিবিকে ব্যাটিংয়ের আহ্বান জানান। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন দুই আরসিবি ওপেনার মান্ধানা ও মেঘানা। পাওয়ার প্লে শেষের আগেই অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলে আরসিবি। তবে অর্ধশতরানের ওপেনিং পার্টনারশিপের পরেই মেঘানা বাঁ-হাতি বোলার অঞ্জলি সর্বানির বলে ২৮ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে মান্ধানা নিজের আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন পেরি। দুই তারকাই বলে বলে চার ছক্কা হাঁকান। পেরির একটি ছয় তো মাঠে ডিসপ্লেতে রাখা একটি গাড়ির কাঁচ অবধি ভেঙে দেন।
দুই জনের ৯৫ রানের পার্টনারশিপে ইউপি বোলারদের সেট হওয়ার সুযোগই দেয়নি। ৩৪ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন মান্ধানা। পেরি হাফসেঞ্চুরি পূরণ করেন ৩৩ বলে। রিচা ঘোষও শেষের দিকে নেমে ১০ বলে ২১ রানে ঝোড়ো ইনিংস খেলেন। শেষ পাঁচ ওভারে ৭০ রান তুলে ১৯৮ রানে ইনিংস শেষ করে আরসিবি। ব্যাটে ভাল পারফর্ম করার পর আরসিবি বোলাররা বোলিং ইনিংস নির্দিষ্ট সময়ের অন্তরালে উইকেট নিতে সক্ষম হন।
ইউপির হয়ে হিলি ও কিরণ নভগিরে ওপেনিংয়ে ৪৭ রান যোগ করে শুরুটা ভালই করেন। তবে কিরণের আউটের পরেই ছবিটা বদলায়। তাঁকে ১৮ রানে সাজঘরে ফেরান সোফি ডিভাইন। হিলি অধিনায়কোচিত ইনিংস খেলেন বটে, তবে অপরপক্ষে থেকে একের পর এক উইকেটের পতন এবং প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকায় তিনিও চাপে পড়ে আউট হন। হিলিকে ৫৫ রানে সাজঘরে ফেরান সোফি মলিনিউ।
দীপ্তি শর্মা এবং পুনম ৪১ রানের একটি পার্টনারশিপ গড়েন বটে, তবে তাতে ইউপির জয় সুনিশ্চিত করতে তাঁরা ব্যর্থ হন। দীপ্তি ৩৩ ও পুনম ৩১ রান করেন। শেষমেশ ১৭৫ রানে আট উইকেট হারিয়েই থামে ইউপির লড়াই। বল হাতে আরসিবির হয়ে ডিভাইন, মলিনিউ, জর্জিয়া ওরহ্যাম এবং আশা শোভানা, চার জনেই দুইটি করে উইকেট নেন। এই জয় মিলিয়ে পাঁচ ম্যাচের তিনটি জিতে আরসিবির দখলে লিগ সর্বোচ্চ ছয় পয়েন্ট থাকলেও, নেট রান রেটের জেরে তালিকায় তৃতীয় স্থানে মান্ধানারা। দুই ম্যাচ জিতে আপাতত চারে ইউপি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম অনুরাগীর সঙ্গে ক্রিকেট খেললেন স্যামসন, ভাইরাল হল ভিডিও