Smriti Mandhana: হবু জামাইয়ের অন্য সম্পর্কের কথা জেনেই অসুস্থ হয়ে পড়েন? হাসপাতাল থেকে ছাড়া হল স্মৃতির বাবাকে
Smriti Mandhana Wedding: উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, স্মৃতিরই এক বান্ধবীর সঙ্গে নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল পলাশের। আর সেটা জানাজানি হতেই নাকি পলাশের সঙ্গে বচসা হয় স্মৃতির বাবার!

মুম্বই: বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এখন কেমন আছেন স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) বাবা শ্রীনিবাস মান্ধানা (Shrinivas Mandhana)?
ভারতের তারকা ক্রিকেটারের বাবাকে হাসপাতাল থেকে ছাড়া হল। নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে স্মৃতির পরিবারের একজন বলেছেন, 'হাসপাতাল ম্যানেজমেন্টের মতে শ্রীনিবাস এখন স্থিতিশীল। বিপন্মুক্ত। অ্যাঞ্জিওগ্রাফি করেছিলেন চিকিৎসকেরা, তাতে কোনও ব্লকেজ পাওয়া যায়নি। যা শুনে মান্ধানা পরিবারের সকলে বেশ স্বস্তি পেয়েছে।'
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বাবার অসুস্থতার জন্যই বিয়ে স্থগিত রেখেছেন স্মৃতি মান্ধানা। সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল স্মৃতির। গায়িকা পলক মুচ্ছলের ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেম স্মৃতির। ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল দুজনের। কিন্তু বিয়ের ঠিক আগে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। তারপরই বিয়ে স্থগিত রাখা হয়।
তবে এরপর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, স্মৃতিরই এক বান্ধবীর সঙ্গে নাকি ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল পলাশের। আর সেটা জানাজানি হতেই নাকি পলাশের সঙ্গে বচসা হয় স্মৃতির বাবার। তার জেরেই কি অসুস্থ হয়ে পড়েন শ্রীনিবাস? চর্চা চলছে। এদিকে পলাশের মা আবার জানিয়েছেন যে, হবু শ্বশুর হাসপাতালে ভর্তি হতে ৪ ঘণ্টা কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর ছেলে পলাশও। যে কারণে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়।
নানা রকম জল্পনা। শোনা গিয়েছে, দুজনকে নাকি অন্তরঙ্গ মুহূর্তে দেখা গিয়েছে। তারপরই ভাইরাল ওই তরুণীর সঙ্গে পলাশের চ্যাট। যার স্ক্রিনশট ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়।
কী রয়েছে ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটে? পলাশ এক মহিলাকে একটি অভিজাত হোটেলে একসঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দেন। তাতে ওই মহিলা জানতে চান, স্মৃতির সঙ্গে তিনি প্রেম করছেন কি না? লোকে দেখলে কী বলবে, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন ওই মহিলা। পলাশ জবাব দেন, 'প্রেম করছি বলে কি তোমার সঙ্গে সাঁতার কাটতে পারি না!' এ-ও জানান যে, দূরত্বের জন্য স্মৃতির সঙ্গে তাঁর সম্পর্কও এখন আর আগের মতো নেই। একটা সময় স্মৃতির বিভিন্ন ক্রিকেটীয় সফরে তিনি সঙ্গে যেতেন কিন্তু এখন আর সেটাও সেভাবে হয় না বলে চ্যাটে ওই মহিলাকে জানান পলাশ। কারও কারও দাবি, পলাশের সঙ্গে চ্যাট করা ওই মহিলা মেরি ডি কোস্তা। যিনি স্মৃতির বন্ধুও।




















