INDW vs WIW: জলে গেল স্মৃতি মান্ধানার অর্ধশতরান, ভারতকে দুরমুশ করে টি-২০ সিরিজ়ে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ়
Smriti Mandhana: ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন ভারতীয় অঘিনায়ক স্মৃতি মান্ধানা।
মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে (INDW vs WIW) অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দুরন্ত অর্ধশতরানে বেশ বড় রানের দিকেই এগোচ্ছিল ভারতীয় দল। শেষের দিকে রিচা ঘোষও আগ্রাসী এক ইনিংস খেলেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। হেইলি ম্যাথিউজ়ের দৌরাত্ম্যে ওমেন ইন ব্লুকে কার্যত দুরমুশ করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে সমতায় ফিরল ওয়েস্ট ইন্ডিজ়। ২৬ বল ও নয় উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নিলেন ম্যাথিউজ়রা।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক হেইলি ম্যাথিউজ়। ঊমা ছেত্রী (৪), জেমাইমা রডরিগেজ (১৩) ও রাঘবী (৫), কেউই তেমন রান পাননি। ৫০ রানের গণ্ডি পার করার আগেই তিন উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে অধিনায়ক মান্ধানা ও দীপ্তি শর্মা ইনিংসের হাল ধরেন। তিন তিনবার জীবনদান পেয়ে মান্ধানা ৩৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। রানের গতিও বাড়ান তিনি।
কিন্তু ৬২ রানেই তাঁকে সাজঘরে ফিরতে হয়। দীপ্তিও রিচার সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে ১৭ রানে রান আউট হন। রিচা শেষের দিকে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৫৯ রান তুলতে সাহায্য করে। এই রানে ভারত অন্তত লড়াই করবে বলেই আশা করেছিলেন সকলে। তবে গ্যালারিভর্তি ডিওয়াই পাতিল স্টেডিয়ামের দর্শকদের হতাশই হতে হল। পাওয়ার প্লেতেই হেইলি ও জোসেফে ঝড়ে ব্যাকফুটে চলে যায় ভারতীয় দল। ৩৮ রানে জোসেফকে ফিরিয়ে সাইমা ঠাকুর ভারতকে ম্যাচ ফেরানোর স্বপ্ন দেখান।
West Indies win the 2nd T20I and level the series 1⃣-1⃣
— BCCI Women (@BCCIWomen) December 17, 2024
Scorecard ▶️ https://t.co/msHanvwQsI#TeamIndia | #INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/41XLmKDvnI
তবে ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক হেইলি ম্যাথিউজ় নিশ্চিত করেন যাতে এমন কিছু না হয়। ৪৭ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। শেমাইন ক্যাম্বেল তাঁকে যোগ্য সঙ্গ দেন। তিনি ২৯ রানে অপরাজিত থাকেন। ফলে মাত্র এক উইকেট হারিয়েই কাঙ্খিত ১৬০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ়। বৃহস্পতিবার সিরিজ নির্ণায়ক ম্যাচে নামবে দুই দল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিজয় হাজারেতেও মুম্বই দল থেকে ছাঁটাই, 'আর কী করতে হবে...', প্রশ্ন ব্রাত্য পৃথ্বী শয়ের