Sourav on Hardik: হার্দিককে ভারতীয় টেস্ট দলের দেখার ইচ্ছাপ্রকাশ করলেন সৌরভ
Hardik Pandya: ভারতের হয়ে ২০১৮ সালে শেষবার টেস্ট ক্রিকেট খেলেছিলেন হার্দিক পাণ্ড্য।
নয়াদিল্লি: সদ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানের বিরাট ব্যবধানে পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে (Indian Cricket Team)। এই পরাজয়ের পর স্বাভাবিকভাবেই ভারতীয় দলের পারফরম্যান্স এবং দলে কাদের সুযোগ পাওয়া উচিত, সেই নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। এরই মাঝে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) টেস্ট দলে দেখার ইচ্ছাপ্রকাশ করলেন।
তিনি বলেন, 'আশা করি হার্দিক পাণ্ড্য শুনতে পাচ্ছেন। আমি ওকে আবারও টেস্ট ক্রিকেটে দেখতে চাই। বিশেষত এমন পরিবেশে তো ওর খেলাটা উচিতই।' হার্দিক পাণ্ড্য বহুদিন ধরেই লাল বলের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে মাঠে নামেননি। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছিল পাণ্ড্যকে। তারপর থেকে চোট, আঘাতের জন্য টেস্ট ক্রিকেট আর খেলেননি তিনি। এর মধ্যে টেস্টে ফেরার বিষয়েও খুব একটা আগ্রহী নন হার্দিক।
তবে লাল বলের ক্রিকেটে কিন্তু হার্দিকের রেকর্ড একেবারেই মন্দ নয়। ১১টি টেস্টে ভারতের তারকা অলরাউন্ডার ১৭টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫৩২ রানও করেছেন। সৌরভের পরামর্শ মেনে হার্দিক টেস্টে প্রত্যাবর্তন ঘটান কি না, সেটা দেখার বিষয়। পাশাপাশি কোনও কোনও মহলে এই পরাজয়ের পর দলের একাধিক সিনিয়রদের বাদ দেওয়ারও ডাক উঠেছে। কিন্তু সৌরভ এই বিষয়ে সহমত নন। 'একটা হারের পরেই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ভারতীয় দলে তো কোনওসময়ই প্রতিভার কমতি ছিল না, আজও নেই। তবে আমার মনে হয় না এখনই বিরাট বা পূজারাকে বাদ দেওয়ার সময় এসেছে। বিরাটের বয়স তো মাত্র ৩৪।' দাবি সৌরভের।
পাশাপাশি ভারত রোহিত শর্মার অধিনায়কত্বে টেস্টের সেরা হওয়ার সুযোগ হাতছাড়া করলেও, সৌরভ কিন্তু এখনও রোহিতকেই (Rohit Sharma) অধিনায়ক পদে বহাল রাখার পক্ষে। তিনি বলেন, 'দিনের শেষে অধিনায়ক বাছাইয়ের কাজটা তো নির্বাচকদের, এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ার দ্বারা কীভাব প্রভাবিত হতে পারে? বিরাট নিজেই বছর দুই আগে আর টেস্টে অধিনায়কত্ব করতে চায়নি। আমাকে যদি প্রশ্ন করা হয় যে ভারতের অধিনায়ক ও কোচ কার হওয়া উচিত, আমি কিন্তু এখনও রোহিত এবং রাহুলের কথাই বলব। এটাই সঠিক সিদ্ধান্ত।'
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করতে সারাবছরই প্রয়োজন যত্ন, কীভাবে পরিচর্যা করবেন?