Sourav Ganguly: RG কর হাসপাতালের নৃশংসতার প্রতিবাদে বুধবার কলকাতায় হাঁটবেন সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনা
RG Kar Case: মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে গোটা দেশ, ভিনদেশেও যখন তোলপাড় পড়ে গিয়েছে, তখন আর স্থির থাকতে পারলেন না জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক।
কলকাতা: আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ওপর হওয়া নৃশংসতাকে 'ভয়ঙ্কর' বলে ব্যাখ্যা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। চেয়েছিলেন অপরাধীদের কড়া শাস্তি। মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে গোটা দেশ, ভিনদেশেও যখন তোলপাড় পড়ে গিয়েছে, তখন আর স্থির থাকতে পারলেন না জাতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কিংবদন্তি অধিনায়ক।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামছেন সৌরভ। সঙ্গে থাকছেন স্ত্রী ডোনাও (Dona Ganguly)। আর থাকছেন ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীরা।
গঙ্গোপাধ্যায় পরিবার থেকে মঙ্গলবার এবিপি আনন্দকে জানানো হয়েছে, সৌরভ নিজে এই পদযাত্রায় হাঁটবেন। আর জি কর কাণ্ডের প্রতিবাদ করবেন। অপরাধীদের কঠোরতম শাস্তির দাবি জানাবেন।
এই প্রতিবাদ মিছিলের আয়োজক ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরী। ডোনার ছাত্র-ছাত্রীরা সকলেই এই পদযাত্রায় অংশ নেবেন বলে জানানো হয়েছে। মিছিলের জন্য পোশাকবিধিও ঠিক করা হয়েছে। দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীরা সকলে ঠিক করেছেন, এইরকম শোকের আবহে কালো পোশাক পরে রাস্তায় নামবেন তাঁরা। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে শুরু হবে পদযাত্রা। বেহালার বীরেন রায় রোডে সৌরভের বাড়ির সামনে থেকেই পদযাত্রা বেরিয়ে জনকল্যাণ, জেমস লং সরণি হয়ে তা পৌঁছবে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত। সেখান থেকে ফিরবে দীক্ষামঞ্জরীতেই।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আগেও সরব হয়েছে সৌরভ। জানিয়েছেন, মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর। অপরাধীদের কড়া শাস্তিও দাবি করেছিলেন ক্রিকেট মাঠের প্রাক্তন তারকা।
সোমবার ছিল রাখি পূর্ণিমা। আর জি করের মৃত চিকিৎসকের পাশে থাকার বার্তা দিতে অনেকেই এদিন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নিজেদের ছবি সরিয়ে কালো ডিসপ্লে ফটো করে দেন। সৌরভও সেই পথে হেঁটেছিলেন। আর জি কর কাণ্ডের প্রতিবাদ স্বরূপ তিনি নিজের প্রোফাইল ছবি কালো করে দেন। তারপরই গোটা ঘটনার প্রতিবাদে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। তাঁর সঙ্গে বুধবার হাঁটবেন স্ত্রী ডোনাও। যিনি আগেই আর জি কর কাণ্ডের ভয়াবহতা নিয়ে সরব হয়েছিলেন। মহিলাদের সুরক্ষার কথা বলেছিলেন।
বুধবার কলকাতার রাজপথে থাকছেন সৌরভ-ডোনা।
আরও পড়ুন: স্ত্রীর ওপর লাঠিচার্জ, কাঁদতে কাঁদতেই ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তুলে নেন 'নায়ক' শিলাদিত্য