Rohit Sharma: 'রিসেপশনের দিন ম্য়াচ খেলছি', রোহিতের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন প্রাক্তন ক্রিকেটারের
Rohit Sharma availability in IND vs AUS Test: বর্ডার-গাওস্কর ট্রফির গুরুত্ব বিবেচনা করে সুরিন্দর খান্না রোহিতের দায়বদ্ধতা নিয়ে কোথাও একটা প্রশ্ন তুলে দিয়েছেন।
পারথ: দ্বিতীয়বার বাবা হয়েছেন রােহিত শর্মা (Rohit Sharma)। স্ত্রী রীতিকা সাজদে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কিছুদিন আগেই। এই পরিস্থিতিতে আগেই বোর্ডের কাছে অনুমতি নিয়ে প্রথম টেস্ট থেকে সরে আসার কথা জানিয়েছিলেন রোহিত। সন্তান জন্ম দেওয়ার পর রোহিত অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে এখনও পাড়ি দেননি যদিও। এমনকী অ্য়াডিলেড টেস্টের আগে যে মাঠে নামছেন না, তাও জানিয়ে দিয়েছেন হিটম্য়ান। এবার ভারত অধিনায়কের সিদ্ধান্তের সমালোচনা শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরিন্দার খান্নার গলায়।
বর্ডার-গাওস্কর ট্রফির গুরুত্ব বিবেচনা করে সুরিন্দর খান্না রোহিতের দায়বদ্ধতা নিয়ে কোথাও একটা প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি রোহিতকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে বলেছেন, ''আমি প্রথমেই রোহিতকে শুভেচ্ছা জানাতে চাই দ্বিতীয়বার ও বাবা হয়েছে। ওকে, ওর পুত্র সন্তানকে ও ওর পরিবারকে শুভ কামনা। কিন্তু এখন পরিবার পুরো পূর্ণতা পেয়েছে। স্ত্রী, ছেলে, মেয়ে রয়েছে ওর। সবাই ভাল আছে। এবার রোহিতের উচিত টেস্ট ম্য়াচ খেলতে উড়ে যাওয়া অস্ট্রেলিয়ায়। এই সিরিজের গুরুত্বটাও বুঝতে হবে। আমার মনে পড়ছে আমার বিয়ের দিনের কথা, আমার রিসেপশনের দিনই আমাকে ম্য়াচ খেলার জন্য ফিরে যেতে হয়েছিল। আমাকে ভোর চারটের সময় আমার স্ত্রী ঘুম থেকে ডেকে তুলেছিল। কারণ, বিমানবন্দরে যেতে হত আমাকে। দায়বদ্ধতা ভীষণভাবে দরকার প্রত্যেক প্লেয়ারের।''
২০০০ সালের পর প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। লজ্জার হারের পর রোহিত শর্মার ওপরও চাপ রয়েছে। নিজে ব্যাট হাতেও একেবারেই চেনা ছন্দে নেই তিনি। এদিকে সূত্রের খবর, সূত্রের খবর, রোহিত শর্মার সঙ্গে একই বিমানে অস্ট্রেলিয়া পাড়ি দিতে পারেন শামি। প্রথমে যখন বর্ডার গাওস্কর ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল সেই ১৮ সদস্যের দলে ছিলেন না শামি। কারণ তখনও মাঠে প্রত্যাবর্তন করেননি তিনি। কিন্তু রঞ্জিতে প্রত্যাবর্তনে নজরকাড়া পারফরম্য়ান্সের পর এবার টিম ম্য়ানেজমেন্টও চাইছে শামিকে দলে ফেরাতে। ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্য়াচে দুই ইনিংস মিলিয়ে ৪০ ওভার বলও করেছেন। এই পরিস্থিতিতে ২২ তারিখ থেকে শুরু হতে চলা পারথ টেস্টের আগে ভারতীয় স্কোয়াডে ঢুকে পড়তে পারেন শামি।
আগের ২ বার বর্ডার গাওস্কর ট্রফিতে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলির নেতৃত্বে ২০১৭-১৮ মরশুমে। ২০২০-২১ মরশুমে বিরাট অ্য়াডিলেড টেস্টের পর ফিরে গেলে রাহানের নেতৃত্বে সিরিজ জেতে টিম ইন্ডিয়া।