Suryakumar On Dhoni: টেনিসে ডাবলস পার্টনার হিসাবে কাকে বেছে নিলেন সূর্যকুমার? কার ভক্ত ভারতের টি-২০ অধিনায়ক?
Wimbledon 2025: সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সস্ত্রীক বিরাট কোহলি, উইম্বলডন (Wimbledon) দেখতে হাজির হয়েছেন অনেক ভারতীয় ক্রিকেটার । সম্প্রতি এই তালিকায় ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও।

লন্ডন: সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সস্ত্রীক বিরাট কোহলি, উইম্বলডন (Wimbledon) দেখতে হাজির হয়েছেন অনেক ভারতীয় ক্রিকেটার । সম্প্রতি এই তালিকায় ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) যোগ দিয়েছেন । অল ইংল্যান্ড ক্লাবে খেলা দেখার ফাঁকে সূর্য তাঁর টেনিসের প্রতি ভালবাসা এবং পছন্দের খেলোয়াড় সম্পর্কে জানান । সূর্য এ-ও বলেন, ক্রিকেট মাঠের কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhono) সঙ্গে টেনিসে ডাবলস জুটি গড়ে খেলার ইচ্ছা রয়েছে তাঁর । সূর্য ধোনিকে তাঁর টেনিস ডাবলসের পার্টনার হিসেবে বেছে নিয়েছেন ।
সূর্যকুমার সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলার সময় ধোনির নাম করেন । যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কোন ক্রিকেটারকে ডাবলস পার্টনার হিসেবে বেছে নেবেন । সূর্য বলেন, “ধোনির গতি আছে, দম আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ – ওর মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে । ও মানসিকভাবে খুবই শক্তিশালী, এবং সম্প্রতি যখনই ও ক্রিকেট থেকে অবসর সময় পেয়েছে, আমি ওকে টেনিস খেলতে দেখেছি । তাই হ্যাঁ, কোনও দ্বিধা ছাড়াই ধোনিভাই-ই হবে আমার পার্টনার ।”
প্রথমবার উইম্বলডন দেখতে এসেছিলেন সূর্যকুমার
সূর্যকুমার প্রথমবার উইম্বলডন দেখতে এসেছিলেন । সূর্য বলেন, “এখানে এটা আমার প্রথম আসা এবং আমি চেয়েছিলাম সবকিছু ঠিকঠাক থাকুক । সত্যি বলতে, আমার স্ত্রী আমার খুব ভাল যত্ন নেয় । ও গত তিন-চার দিন ধরে আমার সঙ্গে আছে, এই দুর্দান্ত টুর্নামেন্টের জন্য কী পরতে হবে, তা ঠিক করতে সাহায্য করছে স্ত্রী । এত লোক এসেছে, আমিও তাদের মধ্যে একজন, শুধু সেই অভিজ্ঞতা অর্জন করতে এসেছি যা বাকিরা করছে ।”
নোভাক জোকোভিচ সূর্যের পছন্দের খেলোয়াড়
সূর্য জানান যে, তিনি নোভাক জোকোভিচকে দেখতে এসেছেন । সূর্য জানান যে, পুরনো খেলোয়াড়দের মধ্যে তাঁর রজার ফেডেরার এবং পিট সাম্প্রাস ছিলেন । তবে তাঁর সবচেয়ে পছন্দের খেলোয়াড় জোকোভিচই । এছাড়াও, এই মুহূর্তে তাঁর কার্লোস আলকারাজ়কে বেশ ভাল লাগে বলেও জানিয়েছেন সূর্যকুমার ।
Jasprit Bumrah and Suryakumar Yadav with their wives at Wimbledon. ❤️#JaspritBumrah #SuryakumarYadav #Wimbledon #Wimbledon2025 pic.twitter.com/7euPqzgJDo
— Saabir Zafar (@Saabir_Saabu01) July 9, 2025




















