Syed Mushtaq Ali T20: ঈশানের সেঞ্চুরিতে ইতিহাস ঝাড়খণ্ডের, প্রথমবার সৈয়দ মুস্তাক আলি টি-২০-তে চ্যাম্পিয়ন ধোনির রাজ্য
Jharkhand vs Haryana: ঈশান দুরন্ত ইনিংস খেললেন। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা। তাদের সেই সিদ্ধান্ত ব্য়ুমেরাং হল।

পুনে: ঘরোয়া ক্রিকেটে নজির গড়ল ঝাড়খণ্ড। মহেন্দ্র সিংহ ধোনি যা পারেননি, তাই করে দেখালেন ঈশান কিষাণ (Ishan Kishan)। অধিনায়ক হিসাবে ঝাড়খণ্ডকে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে (Syed Mushtaq Ali Trophy) চ্যাম্পিয়ন করলেন। এই প্রথম ঘরোয়া ক্রিকেটের টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ঝাড়খণ্ড। ফাইনালে হরিয়ানাকে ৬৯ রানে হারাল তারা। এবং দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন ঈশান। ফাইনালে ইনিংস ওপেন করে ৪৯ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন।
পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ঝাড়খণ্ড ও হরিয়ানা। ফাইনালের আগেই নিশ্চিত ছিল যে, সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে। কারণ দুই দলই কখনও এই ট্রফি জেতেনি। ফাইনালে ঝাড়খণ্ডের ব্যাটিং শক্তিই তাদের ট্রফি দিল। প্রথমে ব্যাট করে ২৬২/৩ রানের পাহাড় গড়ে তারা। জবাবে ১৯৩ রানে আটকে যায় হরিয়ানা ।
ঈশান দুরন্ত ইনিংস খেললেন। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা। তাদের সেই সিদ্ধান্ত ব্য়ুমেরাং হল। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ঈশান। যিনি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করলেন। ৬ চার ও ১০ ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস ।
তবে একা ঈশান নন, তিন নম্বরে নেমে কুমার কুশাগ্রও (Kumar Kushagra) আক্রমণাত্মক ইনিংস খেলেন। মাত্র ৩৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন কুশাগ্র। দ্বিতীয় উইকেটে ঈশান ও কুশাগ্র ১৭৭ রানের পার্টনারশিপ গড়েন। শেষ দিকে নেমে ঝড় তোলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলা অনুকূল রায় (২০ বলে অপরাজিত ৪০ রান) ও রবিন মিঞ্জ (১৪ বলে অপরাজিত ৩১ রান)। প্রতিপক্ষ দলে অংশুল কম্বোজের মতো নাম থাকলেও ঝাড়খণ্ডের ব্যাটিং ঝড় থামানো যায়নি ।
Moments to cherish 🤗
— BCCI Domestic (@BCCIdomestic) December 18, 2025
Jharkhand Captain Ishan Kishan receives the coveted Trophy from BCCI Hon. Treasurer Mr. A. Raghuram Bhat 🏆👏
Scorecard ▶️ https://t.co/3fGWDCTjoo#SMAT | @IDFCFIRSTBank | @ishankishan51 pic.twitter.com/KoEhrdwPB3




















