Mohammed Shami: ফের চোট পেলেন শামি? বাংলার ফাস্টবোলারের ফিটনেস নিয়ে বড় আপডেট
Syed Mushtaq Ali T20: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি।
রাজকোট: খাতায় কলমে ৩৬০ দিন পরে মাঠে প্রত্যাবর্তন ঘটিয়েছেন তিনি। বাংলার হয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। অনেকে ভেবেছিলেন, বর্ডার গাওস্কর ট্রফি খেলতে তাঁর অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড জাতীয় দলে ডেকে পাঠানোর আগে শামির ফিটনেস নিয়ে নিশ্চিত হতে চেয়েছে। সেই কারণে বাংলার জার্সিতে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টেও খেলছেন তিনি।
আর সেই টুর্নামেন্ট খেলতে গিয়েই কি নতুন করে চোট পেলেন শামি? শুক্রবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে মধ্য প্রদেশের বিরুদ্ধে ম্যাচে বাংলার ফাস্টবোলার শামির পিঠে সমস্যা দেখা গিয়েছিল। ইনিংসের শেষ ওভার বল করার সময় শামি একটি বল আটকাতে গিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পরেই তাঁকে বেশ অস্বস্তিতে দেখিয়েছে। পিঠ চেপে ধরেছিলেন শামি। এরপর মাঠের মধ্যেই মহম্মদ শামিকে পরীক্ষা করা হয়। তাঁর শুশ্রুষা শুরু হয়। শামি অবশ্য উঠে দাঁড়িয়ে নিজের ওভারটি শেষ করেছিলেন। যদিও তাঁর চোট নিয়ে অনেকেই উদ্বিগ্ন ছিলেন।
তবে বাংলা ও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তির খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, শামির চোট গুরুতর নয়। শোনা যাচ্ছে, মহম্মদ শামি মৃদু চোট পেয়েছিলেন। কোনও গুরুতর সমস্যা হয়নি বলেই মনে করা হচ্ছে। রবিবার মেঘালয়ের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে পরের ম্যাচ বাংলার। সেই ম্যাচে শামিকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মহম্মদ শামি। এরপর গোড়ালির চোটের কারণে প্রায় এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। গোড়ালিতে অস্ত্রোপচারও করাতে হয়েছে। অবশেষে রঞ্জি ট্রফির ম্যাচ খেলে মাঠে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। আপাতত তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে খেলছেন।
আরও পড়ুন: বুমরার পরিবারে খুশির দিন, শুভেচ্ছা জানালেন সদ্য বাবা-মা হওয়া রোহিত-রীতিকাও
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় পিঠে ফের চোট পেয়েছেন তারকা বোলার। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে পা দিয়ে বল বাঁচানোর চেষ্টা করার সময়েই চোট পান তারকা। তবে সেটি গুরুতর কিছু নয় বলেই খবর। তবে শামিকে বোর্ড থেকে ওজন কমাতে বলা হয়েছে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে