Syed Mushtaq Ali Trophy: নেতৃত্বে তরুণ ঘরামি, রয়েছেন শামি, সৈয়দ মুস্তাক আলিতে পাঞ্জাবকে হারিয়ে মরশুম শুরুর লক্ষ্যে বাংলা
SMAT 2024: সৈয়দ মুস্তাক আলিতে বাংলার দলে যোগ দিয়েছেন সদ্যই ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়া অভিষেক পোড়েল।
কলকাতা: রঞ্জিতে নিজেদের শেষ ম্যাচে মধ্যপ্রদেশকে তাঁদেরই ঘরের মাঠে হারিয়ে মরশুমের প্রথম জয় সুনিশ্চিত করেছিল বাংলা। লাল বলের ক্রিকেট থেকে এবার খুব অল্প সময়ের মধ্যেই বিশ ওভারের ধুম ধাড়াক্কা ক্রিকেটে মনোনিবেশ করতে হবে বাংলাকে। সৈয়দ মুস্তাক আলিতে ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) মাঠে নামছে বাংলা।
রঞ্জিতে বাংলার প্রথম জয়ের অন্যতম কারিগর ছিলেন মহম্মদ শামি (Mohammad Shami)। প্রায় বছর খানেক পরে মাঠে ফিরেই বল হাতে আগুন ঝরান তারকা ফাস্ট বোলার। দুই ইনিংসে নেন মোট সাতটি উইকেট। তাঁকে ফের একবার বাংলার জার্সি গলিয়ে মাঠে নামতে দেখা যাবে। তবে শেষ রঞ্জি ম্যাচের থেকে মুস্তাক আলিতে বাংলা দলে বেশ কিছু বদল হয়েছে। অনুষ্টুপ মজুমদারের বদলে এই টুর্নামেন্টে বাংলার দায়িত্ব দেখা যাবে তরুণ সুদীপ কুমার ঘরামিকে।
নিজেদের মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ পাঞ্জাব। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে শনিবারেই মাঠে নামবেন সুদীপ, শামিরা। এছাড়াও এই টুর্নামেন্টে বাংলা দলের শক্তি বাড়িয়ে দলে ফিরেছেন তরুণ কিপার-ব্যাটার অভিষেক পোড়েল। বাঁ-হাতি ব্যাটারকে দিল্লি ক্যাপিটালস আইপিএলে রিটেন করেছে। সদ্যই ভারতীয় 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া সফরেও গিয়েছিলেন তিনি। সেই কারণেই শেষ কয়েক রাউন্ডে রঞ্জির ম্যাচে তাঁকে দেখা যায়নি। তবে তিনি শনিবার মাঠে নামবেন বলে আশা করাই যায়। এছাড়া শাহবাজ আমেদের মতো ভারতের হয়ে খেলা অলরাউন্ডার, ইনফর্ম সুদীপ চট্টোপাধ্যায়রা তো রয়েইছেন।
রঞ্জিতে সম্প্রতি ঈশান পোড়েল এবং সূরয সিন্দু জয়সওয়ালরাও কিন্তু বেশ ভাল পারফর্ম করেছেন। তাঁরা ফের একবার আইপিএল নিলামের ঠিক আগের দিন এই ম্যাচে নজর কাড়তে মরিয়া হবেন। তবে নিঃসন্দেহে সব নজর থাকবে মহম্মদ শামির দিকেই। তিনিই বাংলার বোলিং আক্রমণকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন। তবে কতদিন বাংলা দলের সঙ্গে শামি থাকবেন সেই নিয়ে একটা সংশয় রয়েইছে। সম্প্রতি যশপ্রীত বুমরাও আভাস দিয়েছেন যে শামিকে বর্ডার-গাওস্কর ট্রফির পরের দিকের ম্যাচগুলিতে দেখা যেতে পারে। তাই তিনি মুস্তাক আলির কয়টি ম্যাচ খেলেন, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোহলির হাত থেকে পান টেস্ট ক্যাপ, অভিষেকের পূর্বে গম্ভীরের পেপ-টকই উদ্বুদ্ধ করে নীতীশকে