Border-Gavaskar Trophy: কোহলির হাত থেকে পান টেস্ট ক্যাপ, অভিষেকের পূর্বে গম্ভীরের পেপ-টকই উদ্বুদ্ধ করে নীতীশকে
IND vs AUS 1st Test: পারথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের হয়ে নীতীশ কুমার রেড্ডি সর্বাধিক ৪১ রানের ইনিংস খেলেন।
পারথ: জল্পনা ছিলই। সেই জল্পনা সত্যি করেই পারথে প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক ঘটান নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। শুধু অভিষেক ঘটানোই না, বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টেই পারথে ইতিহাসও গড়ে ফেললেন তরুণ অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪১ রান করেন নীতীশ। তিনিই ভারতের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক। আট নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় হিসাবে সর্বাধিক রান করার কৃতিত্বও এখন নীতীশ রেড্ডিরই দখলেই। অজ়িভূমে কঠিন চ্যালেঞ্জের মুখে নামার আগে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের পেপ-টকই তরুণ তুর্কিকে তাঁতিয়ে তোলে। প্রথম দিনের খেলাশেষে সাংবাদিক সম্মেলনে নীতীশ বলেন, 'আমি গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলছিলাম। ওঁই আমায় বলে যে যে কোনও বাউন্সারের বিরুদ্ধে কাঁধের ওপরে খেলব। আর প্রয়োজন হলে গুলির লাগার মতো শরীরে আঘাতও সহ্য করবে। এর থেকে ভাল আর কিছুই হয় না।'
এদিন আর কেউ নন, স্বয়ং বিরাট কোহলিই নীতীশের হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। কোহলি তাঁর অনুপ্রেরণা। বিরাটের হাত থেকে টেস্ট ক্যাপ পাওয়াটা বিশেষ অনুভূতির বলেই জানান নীতীশ। অন্ধ্রর অলরাউন্ডার বলেন, 'আমার আইডল বিরাট কোহলির কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়ে দেশের হয়ে মাঠে নামাটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি অত্যন্ত গর্বিত।'
It was a dream to get the Test cap from my idol Virat Kohli. To walk out for India, it is a proud moment. 🥰#INDvsAUS #BGT2025 pic.twitter.com/hiZR33zSNw
— Nitish Reddy (@NitishKReddy) November 22, 2024
প্রথম দিনে দুই দলের মোট ১৭টি উইকেট পড়ে। টিম ইন্ডিয়ার ১৫০ রানের জবাবে অস্ট্রেলিয়ার স্কোর দিনশেষে ৬৭ রানে সাত। দিনশেষে অজ়িরা আপাতত ৮৩ রানে পিছিয়ে রয়েছে। নীতীশের মতে আপাতত ম্যাচে টিম ইন্ডিয়াই এগিয়ে রয়েছে। 'বর্তমানে আমরা বেশ সুবিধাজনক জায়গায় রয়েছি। আশা করছি দ্বিতীয় ইনিংসে আমরা ভাল ব্যাটিং করে এই পরিস্থিতির সুযোগ নিতে সক্ষম হব।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'কোন দলে যাচ্ছ?', বর্ডার-গাওস্কর ট্রফির মাঝে IPL নিলাম নিয়ে প্রশ্ন লায়নের, জবাবে কী বললেন পন্থ?