IND vs SA: বিরাটের ফর্ম ফেরাতে আজ কি বড় বদল হবে ভারতীয় একাদশে? সম্ভাবনা কি বাড়ছে?
T20 World Cup 2024, Virat Kohli: বিশেষ করে রিজার্ভে স্পেশালিস্ট ওপেনার যশস্বী জয়সওয়ালের বসে থাকা। সঞ্জু স্যামসনের বসে থাকার পরও কেন বিরাটকে ওপেনেই নামানো হচ্ছে।
লন্ডন: গোটা টুর্নামেন্টে অফফর্মে তিনি। দলের সবাই কমবেশি ছন্দে। কেউ ব্যাটে-কেউ বলে নিজের অবদান রাখছেন। টিমগেমেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024 Final) ফাইনালে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। কিন্তু বিরাট কোহলির (Virat Kohli) ওপেনের ব্যর্থ হওয়া ক্রমাগত, কিছুটা টিম ম্য়ানজমেন্টকে প্রশ্নচিহ্নর মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে রিজার্ভে স্পেশালিস্ট ওপেনার যশস্বী জয়সওয়ালের বসে থাকা। সঞ্জু স্যামসনের বসে থাকার পরও কেন বিরাটকে ওপেনেই নামানো হচ্ছে, তা নিয়েই সমালোচনা হচ্ছে। এমনকী যেখানে একের পর এক ম্য়াচে শিবম দুবে ফ্লপ করছেন, সেখানে তাঁকে বসিয়ে কেন যশস্বীকে মাঠে নামানো হচ্ছে না, তা নিয়েও সমালোচিত হতে হচ্ছে টিম ম্য়ানেজমেন্ট ও রাহুল দ্রাবিড়কে। তবে কি আজ ফাইনাল ভারতীয় একাদশে কিছ বদল আসতে পারে?
বিরাট কোহলিকে ওপেনে নামানোর স্ট্র্যাটেজি একেবারেই কাজে আসেনি। সেক্ষেত্রে ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্য়াচে কি জয়সওয়ালকে খেলিয়ে বিরাটকে তিনে পাঠানো যায় না? তবে দ্রাবিড় ও টিম ম্য়ানেজমেন্ট কতটা একাদশ বদল করবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ উইনিং কম্বিনেশন ভাঙতে কখনওই চাইবে না রোহিতের দল। আর তাছাড়া শিবম দুবে স্পিন ভাল খেলতে পারে, এই জন্যই তাঁকে প্রতি ম্য়াচে খেলানো হচ্ছে। রোহিত এর আগেও বলেছিলেন যে স্পিনের বিরুদ্ধে মাঝের ওভারগুলোতে বড় বড় ছক্কা হাঁকাতে ওস্তাদ সিএসকের তারকা।
তবে ব্যাটে যদি রোহিত শর্মা ও বল হাতে বুমরা কিন্তু বিধ্বংসী মেজাজে রয়েছেন চলতি বিশ্বকাপে। এমনকী আগের ম্য়াচে স্পিনাররাও জ্বলে উঠেছিলেন। ইংল্যান্ডের ব্যাটারদের সামনে স্পিনের কোনও জবাব ছিল না। অক্ষর পটেল ও কুলদীপ মোট ৬ উইকেট নেন। চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে একের পর এক ইনিংস খেলেছেন। দলের থেকে নির্ভীক ক্রিকেট খেলার দাবি জানানো 'হিটম্যান' কিন্তু নিজেও ভয়ডরহীন ব্যাটিং করছেন। এবারের টুর্নামেন্টে ২৪৮ রান করেছেন রোহিত, স্ট্রাইক রেট ১৫৫.৯৭। দুইয়ের থেকে ভারতীয় হিসাবে একে তিনি। অজ়িদের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে রোহিত ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। সেটাই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সর্বাধিক ২২টি চার ও ১৫টি ছক্কাও এসেছে রোহিতের ব্যাট থেকে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা