Virat Kohli: সাঙ্গাকারাকে টেক্কা দিয়ে শীর্ষে, ফাইনালের মঞ্চেই কি বারবার জ্বলে ওঠেন বিরাট?
T20 World Cup 2024 Final, IND vs SA: ৭৬ রানের দুরন্ত ইনিংসে দলের স্কোরও ১৮০-র দোরগোড়ায় পৌঁছে দিলেন। তবে এই প্রথমবার নয়। আইসিসি ইভেন্টের ফাইনালে এর আগে কোন কোন স্মরণীয় ইনিংস খেলেছিলেন জানেন?
বার্বাডোজ: যতই তিনি খারাপ ফর্মে থাকুন না কেন, ফাইনাল ম্য়াচ এলেই যেন জ্বলে ওঠেন। ব্যাট হাতে নেমেই নিজের জাত চেনানো শুরু করে দেন বিরাট কোহলি। সাদা বল হোক বা লাল বল। বারবার আইসিসি ইভেন্টের ফাইনাল ম্য়াচে খেলতে নেমে দুরন্ত পারফর্ম করেছেন কিং কোহলি। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অর্ধশতরানের ইনিংস খেললেন। ৭৬ রানের দুরন্ত ইনিংসে দলের স্কোরও ১৮০-র দোরগোড়ায় পৌঁছে দিলেন। তবে এই প্রথমবার নয়। আইসিসি ইভেন্টের ফাইনালে এর আগে কোন কোন স্মরণীয় ইনিংস খেলেছিলেন জানেন?
এখনও পর্যন্ত আইসিসি ইভেন্টের ফাইনালে বিশ্বের সবচেয়ে বেশি রানের মালিক বিরাট। এদিন ৭৬ রান করার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে টপকে গিয়েছেন কিং কোহলি। ১০ ইনিংসে ৪১০ রান বোর্ডে তুলেছেন কোহলি। সাঙ্গার ঝুলিতে রয়েছে ৭ ইনিংসে ৩২০ রান। তালিকায় তৃতীয় স্থানে আছেন ট্রাভিস হেড। মাত্র ৩ ইনিংসেই ৩১৮ রান করে ফেলেছেন অজি তারকা। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ৭ ইনিংসে ২৭০ রান করেছেন। পাঁচে থাকা অ্য়াডাম গিলক্রিস্ট ৪ ইনিংসে ২৬২ রান করেছেন।
আইসিসি ইভেন্টের ফাইনালে বিরাট কোহলির রেকর্ড
- শ্রীলঙ্কার বিরুদ্ধ ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে ৩৫ রান করেছিলেন।
- ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ৪৩ রান।
- ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭৭ রান।
- ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৫ রান।
- ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ৪৪ ও ১৩
- ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪ ও ৪৯ রান করেন।
- ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে অজিদের বিরুদ্ধে ৫৪ রান।
- চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শনিবার প্রোটিয়াদের বিরুদ্ধে ৭৬।
View this post on Instagram
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন রোহিত। কিন্তু তিনি রান পাননি। পন্থও খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান।