IND vs BAN Toss Update: টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠালেন শান্ত, দ্রুত অল আউট করার হুঁশিয়ারি
T20 World Cup 2024: সুপার এইটের ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) অবশ্য হুঁশিয়ারি দিয়ে রাখতে ভুললেন না।
অ্যান্টিগা: টি-২০ বিশ্বকাপে চারবারের সাক্ষাতে চারবারই ভারতের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে। এবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) এখনও পর্যন্ত অপরাজিত ভারত। সুপার এইটের ম্যাচে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়ে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto) অবশ্য হুঁশিয়ারি দিয়ে রাখতে ভুললেন না। জানিয়ে দিলেন, ভারতকে দ্রুত অল আউট করে দেওয়াই তাঁদের লক্ষ্য।
টস জিতে ভারতকে আগে ব্যাটিং করতে পাঠানোর পর ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে শান্ত বলেন, 'আমরা প্রথমে বোলিং করে নিতে চাই। কারণ আমাদের পরিকল্পনা হল ভারতকে অল্প রানে আটকে রাখা। আমরা এখানকার পরিবেশ পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল। এখানে হাওয়া যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেটা আমরা জানি। পিচ দেখে ভাল মনে হচ্ছে। আমার মনে হয় ১৫০ বা ১৬০ ভাল স্কোর এই উইকেটে।' যোগ করেন, 'আমাদের দলে একটি পরিবর্তন হয়েছে। তাস্কিন আমেদ এই ম্যাচে খেলছে না।'
It's the battle of the Asian giants 🇮🇳🇧🇩
— T20 World Cup (@T20WorldCup) June 22, 2024
Bangladesh have won the toss and elected to field first against India.#T20WorldCup | #INDvBAN | 📝: https://t.co/SEUImyoFPs pic.twitter.com/iPAxWKTe4G
রোহিত অবশ্য মনে করেন না যে, প্রথমে ব্যাটিং করায় তাঁদের সমস্যা হবে। বরং প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে যে তাঁদের ভাল হল, জানিয়েছেন ভারত অধিনায়ক। রোহিত বলেছেন, 'আমরা শুরুতে ব্যাটিং করে নিতে চেয়েছিলাম। সেটাই পেয়েছি। উইকেট দেখে মনে হচ্ছে ভাল। এখন দেখার রোদে পিচ কতটা মন্থর হয়ে যায়। পরিস্থিতি দ্রুত বুঝে নেওয়াটা গুরুত্বপূর্ণ।' আফগানিস্তান ম্যাচের একাদশই ধরে রেখেছে ভারত। রোহিত জানিয়েছেন, দলে কোনও পরিবর্তন করেননি তাঁরা। পাশাপাশি এখনই যে সেমিফাইনাল নিয়ে চিন্তিত নন, সেটাও জানিয়েছেন রোহিত। বলেছেন, 'আমরা বর্তমান নিয়ে ভাবছি এবং আর কিছু মাথায় রাখছি না।'
WT20 2024. India XI: R. Sharma (c), V. Kohli, R. Pant (wk), S. Yadav, S. Dube, H. Pandya, R. Jadeja, A. Patel, K. Yadav, J. Bumrah, A. Singh. https://t.co/UDl6GDmecg #T20WorldCup #INDvBAN
— BCCI (@BCCI) June 22, 2024
আরও পড়ুন: হালাল মাংস অমিল, বাধ্য হয়ে নিজেদের খাবার নিজেরাই রাঁধছেন আফগান ক্রিকেটারেরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।