IND vs IRE: ভারত-আয়র্ল্যান্ড ম্যাচে কি প্রভাব ফেলবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া?
India vs Ireland: নিউ ইয়র্কে আয়োজিত হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ।
নিউ ইয়র্ক: আজ কিছুক্ষণ পরেই নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। আইরিশদের বিরুদ্ধে (IND vs IRE) মাঠে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে সেই ম্যাচ। ভারতের প্রথম ম্যাচে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি প্রভাব ফেলবে? উত্তর সম্ভবত না।
স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০.৩০ টায় (ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা) ভারত-আয়ার্ল্যান্ডের দ্বৈরথ শুরু হবে। ম্যাচের সময় তাপমাত্রা বেশ উপভোগ্যই থাকার কথা। যা পূর্বাভাস তাতে ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকার কথা। বাতাসে আদ্রর্তার পরিমাণ ৬৭ শতাংশ থাকবে। মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, সুতরাং শুরুর দিকে বল খানিকটা স্যুইং করবে। তবে বৃষ্টির পূর্বাভাস বললেই নেই। তাই সমর্থকরা ৪০ ওভারের ম্যাচ দেখার আশা করতেই পারেন। উপরন্তু, যেহেতু এটি ডে-ম্যাচ তাই ম্যাচের সময় ওশের কোনও প্রভাব পড়বে না।
তবে নাসাউ ক্রিকেচ স্টেডিয়ামের পিচ ঠিক কেমন থাকে, সেটাও কিন্তু দেখার বিষয়। এই মাঠেই নিজেদের তিনটি ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। তবে মাঠের পিচ খুব একটা হাই স্কোরিং নয়। ভারতীয় দলের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল পাঁচ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুললেও, ইনিংসের শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়ে বেশ বেগ পেতে হয় টিম ইন্ডিয়াকে। বাংলাদেশ তো ১২২ রানেই থেমে যায়। এই মাঠেই আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৭ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।
New York is 𝗥𝗘𝗔𝗗𝗬! 👏 👏
— BCCI (@BCCI) June 5, 2024
ARE YOU❓#T20WorldCup | #TeamIndia | #INDvIRE pic.twitter.com/MfGZHmsgo0
একেবারে অল্প রান তাড়া করতে নামলেও ম্যাচ জিততে ১৭ ওভার লেগে যায় প্রোটিয়া শিবিরের। অনেকেই তাই এই পিচকে টি-টোয়েন্টির আদর্শ পিচ বলে মনে করছেন না। টিম ইন্ডিয়ার ব্যাটাররা এই পিচে আইরিশদের বিরুদ্ধে বড় রান তুলতে পারে কি না, সেইদিকে নজর থাকবে। রোহিত, বিরাটরা কি পারবেন জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে? সেই আশাতেই টিম ইন্ডিয়ার অনুরাগীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বড় ভূমিকা পালন করবেন স্পিনাররা, বিশ্বকাপ অভিযানশুরুর আগেই জানিয়ে দিলেন রোহিত