IND vs SA Final: তিন 'সি' মেনে চললেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালের আগে টোটকা বিশ্বজয়ী তারকার
T20 World Cup 2024: রবি শাস্ত্রী (Ravi Shatri) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup) ম্যাচের আগে সাফল্যের মন্ত্র বাতলে দিলেন রোহিত শর্মাদের (Rohit Sharma)।
বার্বাডোজ়: তিনি ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য। সেই সঙ্গে সামলেছেন জাতীয় দলের কোচের দায়িত্বও। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল যখন বিদেশে একের পর এক টেস্ট জিতে ছাপ তৈরি করছে, তখন টিম ইন্ডিয়ার কোচ ছিলেন তিনিই।
সেই রবি শাস্ত্রী (Ravi Shatri) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup) ম্যাচের আগে সাফল্যের মন্ত্র বাতলে দিলেন রোহিত শর্মাদের (Rohit Sharma)। ম্যাচের ধারাভাষ্যকার হিসাবে বার্বাডোজ়েই রয়েছেন শাস্ত্রী। তিনি ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, 'থ্রি সি মেনে চলতে হবে ভারতকে। সেই থ্রি সি হল - কাম, কমপোজ়ড, নট কমপ্লেসেন্ট। শান্ত থাক, লক্ষ্যে স্থির থাকো, আত্মতুষ্টি রেখো না। বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা থেকে বলছি, এটাই সাফল্যের মন্ত্র।'
ফাইনালের ধারাভাষ্যকার হিসাবে থাকছেন অম্বাতি রায়াডু। তিনি ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য বলেছেন, 'কোনও কিছু পাল্টাতে যেও না। বাড়তি কিছু করতে যেও না। যেমন রবি ভাই বলছিল। রোহিত ভাইকে চিনি। ও শান্ত। স্বাভাবিক থাকবে। ওর হাতে ট্রফি দেখতে অসাধারণ লাগবে।'
যে দল চাপ সামলাতে পারবে, তারাই জিতবে, বলছেন নাসের হুসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, 'দক্ষিণ আফ্রিকা দারুণ ক্রিকেটীয় দল। যোগ্য দল হিসাবেই ফাইনালে উঠেছে। দুই অধিনায়কই দারুণ। দুই দলের পেসাররা অসাধারণ। স্পিনাররাও বিশ্ব মানের। খুব ভাল একটা লড়াই অপেক্ষা করে রয়েছে।'
ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন কিংবদন্তি ইয়ান বিশপের পর্যবেক্ষণ, 'দুটো দারুণ দল। দারুণ বোলিং আক্রমণ। আমি যদি জানতাম, কারা জিতবে, তাহলে এখানে থাকতাম না, বার্বাডোজ় সমুদ্রে থাকতাম। পূর্বাভাস করাটা ভীষণই কঠিন। তবে ভারত মনস্তাত্ত্বিক দিক থেকে দারুণ জায়গায় থাকবে।'
🚨 Toss Update from Barbados
— BCCI (@BCCI) June 29, 2024
Captain Rohit Sharma has won the toss & #TeamIndia have elected to bat against South Africa in the #T20WorldCup Final.
Follow The Match ▶️ https://t.co/c2CcFqXzZC#SAvIND | @ImRo45
📸 ICC pic.twitter.com/rHw7o8iGvu
পিচ কেমন? নাসের বাইশ গজ পরীক্ষা করে বলেন, 'খুব শক্ত উইকেট। বল ভালভাবে ব্যাটে আসবে। এই মাঠে পেসাররা নিয়েছে ৫৯ উইকেট। স্পিনাররা নিয়েছে ৩২ উইকেট। এই মাঠে গড়ে প্রত্যেক ওভারে ৭ রানের বেশি হয়েছে। ভাল ক্রিকেটীয় লড়াই হবে।'
আরও পড়ুন: বিপজ্জনক বুমরার ২৪ বলই ম্যাচের রং পাল্টে দিতে পারে, দ্রাবিড়ের জন্য কাপ জিতুক ভারত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।