Indian Cricket Team: ঝড়ে চারপাশ লণ্ডভণ্ড, রোহিত-কোহলিদের দেশে ফেরা আরও পিছিয়ে গেল
Hurricane Beryl: প্রথমে ঠিক হয়েছিল, বিশেষ চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার রওনা হবে ভারতীয় দল। সঙ্গে বোর্ডের সচিব জয় শাহ সহ অন্যান্য কর্তারাও।
বার্বাডোজ়: হারিকেন বেরিলের দাপটে এখনও বার্বাডোজ়েই আটকে ভারতীয় ক্রিকেট দল। প্রথমে ঠিক ছিল, টি-২০ বিশ্বকাপ ট্রফি নিয়ে বুধবার দেশে ফিরবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), রবীন্দ্র জাডেজারা (Ravindra Jadeja)। কিন্তু সেটাও পিছিয়ে গিয়েছে বলেই খবর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হারিকেন বেরিলের রেশ এখনও রয়েছে। কবে দেশে ফিরবেন বিশ্বজয়ীরা?
প্রথমে ঠিক হয়েছিল, বিশেষ চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার রওনা হবে ভারতীয় দল। সঙ্গে বোর্ডের সচিব জয় শাহ সহ অন্যান্য কর্তারাও। যাঁরা ভারতীয় দলের সঙ্গে বার্বাডোজেই রয়েছেন। বুধবার ভারতে পৌঁছনোর কথা ছিল সেই বিমানের। তবে হারিকেন বেরিলের (Hurricane Beryl) বার্বাডোজ় বিমানবন্দর বন্ধ। গোটা দেশে কার্যত কার্ফু পরিস্থিতি। সেই কারণে ভারতীয় ক্রিকেটারদের দেশে ফেরা আরও পিছিয়ে যেতে চলেছে। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার সকালের আগে দেশে ফেরা হচ্ছে না রোহিত শর্মাদের।
কখন দেশে ফিরবেন রোহিতরা? জানা গিয়েছে, ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ দেশে পা রাখতে পারেন টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারেরা।
ভারতীয় সময় শনিবার, ২৯ জুন রাতে বার্বাডোজ়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। ২০০৭ সালের পর এটা ভারতের দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতার নজির। তবে তারপর থেকে প্রায় চারদিন কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ভারতীয় ক্রিকেটারেরা। ১ জুলাই, সোমবার আছড়ে পড়েছে হারিকেন বেরিল। তার জেরে বিমান পরিষেবা বন্ধ। গোটা দেশে কার্যত লকডাউনের মতো পরিস্থিতি। যে কারণে আটকে পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেটারদেরও।
📸📸 Recapping #TeamIndia's glorious day in Barbados! 👏👏@JayShah | #T20WorldCup pic.twitter.com/7clXYLLMM4
— BCCI (@BCCI) July 2, 2024
হারিকেন বেরিলের দাপট অবশ্য এখনও পুরোপুরি কমেনি। আবহাওয়া অফিস বলছে, আপাতত হারিকেন জামাইকা ও হাইতির দিকে এগোচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কয়েকদিন সময় লাগতে পারে।