Kohli On Modi: দেশকে বিশ্বকাপ জিতিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে কী লিখলেন কোহলি?
T20 World Cup 2024: রোহিতদের সাফল্যের পর টেলিফোনে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন টি-২০ বিশ্বকাপের ফাইনালের নায়ক কোহলি।
ব্রিজটাউন: তিনি ক্রিকেটপ্রেমী। গত বছরের ১৯ নভেম্বর আমদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) ম্যাচ দেখতে হাজির হয়ে গিয়েছিলেন। সেই ম্যাচে অবশ্য ভারত হেরে যায়। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হয়নি ভারতের। ফাইনালের পর ভারতীয় ড্রেসিংরুমে হাজির হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোহিত শর্মা (Rohit Sharma) থেকে শুরু করে বিরাট কোহলি (Virat Kohli), সকলকে সান্ত্বনা দিয়েছিলেন। বুকে টেনে নিয়েছিলেন ওয়ান ডে বিশ্বকাপের সেরা বোলার মহম্মদ শামিকে।
তবে ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই আক্ষেপ মিটিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বার্বাডোজ়ে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (IND vs SA) ৭ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর রোহিতদের সেই সাফল্যের পর টেলিফোনে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বিরাট কোহলির সঙ্গে আলাদা করেও কথা বলেন। পরে এক্স হ্যান্ডলেও সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।
Dear @narendramodi sir, thank you so much for your very kind words and your support and encouragement always. It has been a privilege to be a part of this team which has brought the cup home. We are deeply touched & overwhelmed with the happiness it has bought the entire nation. https://t.co/dpKiJiMFih
— Virat Kohli (@imVkohli) July 1, 2024
এবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন টি-২০ বিশ্বকাপের ফাইনালের নায়ক কোহলি। লিখলেন, 'প্রিয় নরেন্দ্র মোদি স্যর আপনার উদার কথাবার্তার জন্য, সমর্থন আর উৎসাহদানের জন্য ধন্যবাদ। যে দল কাপ দেশে ফেরাল, সেই দলের সদস্য হতে পেরে আমি গর্বিত। এই সাফল্য গোটা দেশে যে আনন্দ বয়ে এনেছে, তার জন্য আপ্লুত।'
Dear @imVkohli,
— Narendra Modi (@narendramodi) June 30, 2024
Glad to have spoken to you. Like the innings in the Finals, you have anchored Indian batting splendidly. You’ve shone in all forms of the game. T20 Cricket will miss you but I am confident you’ll continue to motivate the new generation of players. pic.twitter.com/rw8fKvgTbA
আরও পড়ুন: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।