Argentina Copa America: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল
Lionel Messi: কোপা আমেরিকার সূচি অনুযায়ী, এ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল বি গ্রুপের দু'নম্বরে থাকা দলের বিরুদ্ধে খেলবে কোয়ার্টার ফাইনাল। এ গ্রুপে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে আর্জেন্তিনা।
নিউ ইয়র্ক: কোপা আমেরিকা (Copa America), ফাইনালিসিমা ও বিশ্বকাপ - পরপর তিনটি বড় টুর্নামেন্টে নিজেদের বিজয়ধ্বজা উড়িয়েছেন লিওনেল মেসিরা (Lionel Messi)। ফের একটি টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা (Argentina)। আমেরিকার মাটিতে কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গিয়েছেন লিওনেল মেসিরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। শেষ আটের ম্যাচে আর্জেন্তিনার প্রতিপক্ষ কারা, তাও নির্ধারিত হয়ে গেল।
কোপা আমেরিকার সূচি অনুযায়ী, এ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল বি গ্রুপের দু'নম্বরে থাকা দলের বিরুদ্ধে খেলবে কোয়ার্টার ফাইনাল। এ গ্রুপে শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিই জিতেছে আর্জেন্তিনা। সব মিলিয়ে ৯ পয়েন্ট মেসিদের ঝুলিতে।
অন্যদিকে, বি গ্রুপে দুইয়ে শেষ করল ইকুয়েডর। সোমবার ভারতীয় সময় ভোরবেলার ম্যাচে মেক্সিকোকে গোলশূন্য রুখে দিয়ে বড়সড় অঘটন ঘটাল তারা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল লাতিন আমেরিকা ফুটবলের বড় শক্তি হিসাবে পরিচিত মেক্সিকো। এই গ্রুপের শীর্ষে থেকে নক আউট পর্বে উঠেছে ভেনেজুয়েলা। আর দুইয়ে শেষ করেছে ইকুয়েডর। মেক্সিকোর সঙ্গে তাদের পয়েন্ট সমান (৪ পয়েন্ট) হলেও গোল পার্থক্যে এগিয়ে থাকায় শেষ আটের শিকে ছিঁড়েছে ইকুয়েডরের। তারাই কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার প্রতিপক্ষ।
আর সেই ম্যাচকে ফাইনাল ম্যাচ ধরে এগোচ্ছে ইকুয়েডর। তাদের কোচ ফেলিক্স স্যাঞ্চেজ় বলেছেন, 'এটা আমাদের কাছে আর একটা ফাইনাল আর আমরা বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের বিরুদ্ধে লড়াই করব। আমি বিশ্বাস করি আমাদের সব ফুটবলার নিজেদের সেরাটা দেবে আর ভীষণ প্রাণবন্ত ফুটবল খেলবে সেই ম্যাচে। আমি জানি আমার ফুটবলাররা আগের তিন ম্যাচে কেমন খেলেছে। আমি এরকম ভাবছি যে, এগারো জনের সঙ্গে এগারো জনের লড়াই।' তারপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, 'আমরা এই ম্যাচটা জেতার জন্য যা করা সম্ভব সব করব।'
La Tri are QUALIFIED 🇪🇨 pic.twitter.com/ZmUclLWUJS
— CONMEBOL Copa América™️ ENG (@copaamerica_ENG) July 1, 2024
পেরুর বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি মেসি। তাঁর চোট রয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে তাঁকে নিয়েই অঙ্ক সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
আরও পড়ুন: অবসর নেবেন আগেই ঠিক ছিল? রোহিতের পরিকল্পনা ফাঁস করলেন শৈশবের কোচ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।