T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডের নেতৃত্বে ব্রুক, বাদ লিভিংস্টোন, স্মিথ
T20 World Cup 2026: বিধ্বংসী অলরাউন্ডার লিভিংস্টোনকে বাদ দেওয়া হল, আর কেনই বা তরুণ স্মিথও দলে জায়গা পেলেন না, তা নিয়েই প্রশ্ন উঠছে।

লন্ডন: ভারতের মাটিতে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হল। সেই দলে সবচেয়ে বড় চমক লিভিং লিভিংস্টোনের না থাকা। তাঁকে বাদ রেখেই দল ঘোষণা করা হয়েছে। জায়গা পাননি জেমি স্মিথও। দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে হ্যারি ব্রুককে। কিন্তু কেন বিধ্বংসী অলরাউন্ডার লিভিংস্টোনকে বাদ দেওয়া হল, আর কেনই বা তরুণ স্মিথও দলে জায়গা পেলেন না, তা নিয়েই প্রশ্ন উঠছে। চলতি বছরে ভারতের বিরুদ্ধে ও অ্য়াশেজে ব্যাট হাতে ভাল পারফর্ম করেছিলেন ব্রুক। গোটা বছরটা ব্যাট হাতে রান পেয়েছেন। যার ফলে শেষ পর্যন্ত ব্রুককে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হল।
ইংল্য়ান্ডের প্রাথমিক স্কোয়াড: হ্যারি ব্রুক (ক্যাপ্টেন), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, টম ব্যান্টন, জেকব বেথেল, জস বাটলার, স্য়াম কারান, লিয়ান ডসন, বেন ডাকেট, উইল জ্য়াকস, জেমি স্মিথ, আদিল রশিদ, ফিল সল্ট, জস টাং, লিউক উড
শ্রীলঙ্কার বিরুদ্ধে যে দ্বিপাক্ষিক সিরিজ, তার জন্যও এই দলই খেলবে। ইংল্যান্ড এই টুর্নামেন্টে দুবার জিতেছে। ২০১০ সালের পর ২০২২ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্য়ান্ড। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্য়াচ আগামী ৮ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
ইডেনের পিচকে রেটিং আইসিসির
১৪ থেকে ১৬ নভেম্বর ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্য়াচটি আয়োজিত হয়। পাঁচ দিনের ম্য়াচ কিন্তু তিনদিনও গড়ায়নি। তৃতীয় দিন চা পানের বিরতির আগেই শেষ হয়ে যায় লো স্কোরি ম্যাচ। তবে স্পিন সহায়ক এই ইডেনের পিচকে ওয়েস্ট ইন্ডিজ়ের ম্য়াচ রেফারি রিচি রিচার্ডসন সন্তোষজনক বলেই রেট করেন। সিরিজ়ের দ্বিতীয় টেস্ট আয়োজিত হয় গুয়াহাটিতে। এটাই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের প্রথম টেস্ট ম্যাচ ছিল। সেই পিচকে আইসিসির তরফে খুব ভাল বলেই রেট করা হয়েছে।
ভারতীয় কোচ গৌতম গম্ভীরও কিন্তু ইডেনের পিচ নিয়ে সমালোচনার মাঝেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন পিচে কোনও জুজু ছিল না। তিনি বলেছিলেন, 'উইকেটে কোনও জুজু ছিল না। উইকেট এমন ছিল না যেখানে ব্যাটিং করা যায় না। তেম্বা বাভুমা, অক্ষর পটেল, ওয়াশিরা (ওয়াশিংটন সুন্দর) রান করেছে। আমরা পিচ নিয়ে এত কথা বলছি, ঘূর্ণি উইকেট নিয়ে আলোচনা হচ্ছে, পেসাররা কতগুলো উইকেট পেয়েছে দেখেছেন? বেশিরভাগ উইকেট তো জোরে বোলাররাই পেয়েছে। বলা হচ্ছে স্পিন বোলারদের সাহায্য করেছে উইকেট। কিন্তু ৪০ উইকেটের মধ্যে পেসাররাই পেয়েছে বেশি উইকেট।




















