T20 World Cup: টি-২০ বিশ্বকাপের প্রচারে বাদ সলমন আঘা! ক্ষোভে ফুঁসছে পাকিস্তান, নালিশ জানানোর প্রস্তুতি
Salman Agha: কেন পাক ক্রিকেট দলের অধিনায়কের ছবি প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে না, তা নিয়ে প্রতিবাদ জানাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

দুবাই: পরের বছর আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ ((T20 World Cup 2026))। যে টুর্নামেন্টে খেতাব রক্ষার লড়াইয়ে নামবে ভারত। কারণ, গতবার রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারতই। টিম ইন্ডিয়ার লড়াই এবার দেশের মাটিতেই। কারণ, পরের টি-২০ বিশ্বকাপের আসর বসছে ভারত ও শ্রীলঙ্কায়। ভারত-পাকিস্তান মুখোমুখি না হলে টিম ইন্ডিয়া প্রায় পুরো টুর্নামেন্টই খেলবে দেশের মাটিতেই।
আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে টি-২০ বিশ্বকাপ। যে টুর্নামেন্টের প্রচার ঘিরে ভারত বনাম পাকিস্তান দ্বন্দ্ব তৈরি হয়ে গেল! টি-২০ বিশ্বকাপের জন্য বৃহস্পতিবারই প্রথম পর্বের টিকিট বিক্রি শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। সেই টিকিটে রয়েছে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মারক্রাম, অস্ট্রেলিয়ার মিচেল মার্শদের ছবি। যদিও সেখানে নেই পাকিস্তানের কোনও ক্রিকেটারের ছবি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কেন পাক ক্রিকেট দলের অধিনায়কের ছবি প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে না, তা নিয়ে প্রতিবাদ জানাতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের টিকিট বিক্রির কথা ঘোষণা করেছে আইসিসি। বেশ কম দামে টিকিট বিক্রির কথা ঘোষণা করেছে আইসিসি। টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় মাত্র একশো টাকা! এ নিয়ে একের পর এক প্রচারমূলক পোস্ট করেছে আইসিসি। সেই সব পোস্টারে দেখা যাচ্ছে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, প্রোটিয়া অধিনায়ক এডেন মারক্রাম, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুককে। তবে সেই পোস্টারে নেই পাক অধিনায়ক সলমন আলি আঘার ছবি। যা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এক পিসিবি কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, 'এই ধরনের পোস্টার প্রকাশ করা আমাদের জন্য অত্যন্ত চিন্তার। এখানে পাকিস্তান অধিনায়ক সলমন আঘার ছবি নেই! আইসিসি’র কাছ থেকে এমন আচরণ কখনই প্রত্যাশা করিনি। পিসিবি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।' শোনা যাচ্ছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহকে কাঠগড়ায় তুলছে পাকিস্তান। বলা হচ্ছে, জয় শাহর নির্দেশেই পাকিস্তানকে একঘরে করে রাখার চেষ্টা চলছে।
টি-২০ বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। সেই ম্যাচের টিকিটের মূল্য শ্রীলঙ্কার মুদ্রায় মাত্র ১৫০০। যার দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৪৩৯ টাকা! আইসিসি সিইও সংযোগ গুপ্ত বলেছেন, 'সবাই যাতে টিকিট কেটে খেলা দেখতে পারেন, আমরা সেটা নিশ্চিত করতে চেয়েছি। ক্রিকেটের এই উৎসবে আমরা যত বেশি সম্ভব মানুষকে হাজির করতে চাই। তাই এই সিদ্ধান্ত।'
















