T20 World Cup 2024: গিল, রিঙ্কুদের মূল দলে না রাখা কি বড় ভুল হল? কী বলছেন বেঙ্গসরকর?
Indian Cricket Team: বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন মুখ্য নির্বাচক দিলীপ বেঙ্গসরকর মনে করেন ভারতীয় দল আসন্ন টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল।
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় স্কোয়াড (Indian Squad) ঘোষণা হওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়েছিল। কে এল রাহুলের বাদ পড়া, রুতুরাজ গায়কোয়াডের সুযোগ না পাওয়া, রিঙ্কু সিংহকে মূল দলে না নিয়ে রিজার্ভ প্লেয়ার হিসেবে সুযোগ দেওয়া, অফফর্মের হার্দিক পাণ্ড্যকে সহ অধিনায়ক করে দলে ঢুকিয়ে দেওয়া, সব কিছু নিয়েই প্রশ্ন উঠছিল। তবে বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন মুখ্য নির্বাচক দিলীপ বেঙ্গসরকর মনে করেন ভারতীয় দল আসন্ন টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। রিঙ্কু, গিলদের মূল দলে সুযোগ না পাওয়া নিয়েও মুখ খুলেছেন বেঙ্গসরকর।
মুম্বই স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেঙ্গসরকর বলেন, ''আমার মনে হয় এই ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী। বিশ্বের বাকি দলগুলোর তুলনায়। তাছাড়া শুভমন গিল, রিঙ্কু সিংহয়ের মত প্লেয়ারকে যদি বাইরে রেখে দল সাজানো হয়, তবে আমি নিশ্চিত এই দল কতটা শক্তিশালী হতে পারে। আমি আশা করব ওরা সাফল্য পাক টুর্নামেন্টে।''
রিঙ্কু সিংহ কেকেআরের জার্সিতে ২০২৩ আইপিএলে মরশুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। যার জন্য জাতীয় দলে সুযোগ পান তিনি। এরপর থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ধারাবাহিক ভাল পারফর্ম করেছেন দেশের জার্সিতে। আশির ওপর গড়ে ব্যাটিং করেছেন। ১৭৬ স্ট্রাইক রেট ছিল। এরপরও রিঙ্কুর জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে। তা নিয়ে গোটা দেশ গর্জে উঠেছিল। বেঙ্গসরকর বলছেন., ''প্রত্যেকেরই ঠিকমত সুযোগ আসবে, আর তা কাজে লাগাতে হবে। প্রথম ছয়টি ম্য়াচ ভীষণ গুরুত্বপূর্ণ। আইপিএলে ধারাবাহিক পারফর্ম করে এসেছে এই প্লেয়াররা। বিশেষ করে বড় প্লেয়ারদের দিকে তো সবার নজর থাকবেই।''
এদিকে, বৃহস্পতিবারই ভারতীয় দলের সঙ্গে নিউ ইয়র্কে যোগ দেন রিঙ্কু সিংহ। আইপিএল ট্রফি জয়ের পর বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটার বলেছিলেন, একটা স্বপ্ন তাঁর পূরণ হয়েছে। কিন্তু সেদিনই ম্য়াচের পর সুরেশ রায়না, পার্থিব পটেলের সঙ্গে জিও সিনেমার পোস্ট ম্য়াচ অনুষ্ঠানে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপও হাতে তুলব আমি। মূল দলে না থাকলেও টিমের সঙ্গেই তো থাকবেন রিঙ্কু। সেই হিসেবে রিঙ্কু চাইবেন মাঠের বাইরে থেকে হলেও যেন দলকে ভরসা জোগাতে পারেন যে কোনওভাবে। আবার যদি ভাগ্য ভাল থাকে, তবে সুযোগও চলে আসতে পারে, সেই অপেক্ষাতেই রয়েছেন রিঙ্কু।