England vs South Africa: ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা
England vs South Africa score LIVE: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছয়বারের সাক্ষাতে কিন্তু ইতিহাস বলছে পাল্লা ভারী প্রোটিয়াদের। এখনও পর্যন্ত চারবার জিতেছে মারক্রামের দল। ২ বার জিতেছে বাটলার বাহিনী।
LIVE
Background
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ফিল সল্ট। কেকেআর তারকা আইপিএলের ফর্মই ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। আজকের ম্য়াচেও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাটলার বাহিনী। এছাড়াও ফর্মে ফিরছেন জনি বেয়ারস্টো। যদিও দক্ষিণ আফ্রিকা গত পাঁচ ম্য়াচ ধরে অপরাজিত। সেখানে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে চলতি টুর্নামেন্টে। তবে আজকের ম্য়াচে ইংল্যান্ডই কিছুটা এগিয়ে থেকে মাঠে নামবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ছয়বারের সাক্ষাতে কিন্তু ইতিহাস বলছে পাল্লা ভারী প্রোটিয়াদের। এখনও পর্যন্ত চারবার জিতেছে মারক্রামের দল। ২ বার জিতেছে বাটলার বাহিনী। এদিনের ম্য়াচে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং লাইন আপে প্রধান ভরসা কুইন্টন ডি কক ও হেনরিচ ক্লাসেন। ২ জনের ব্যাট চললে কিন্তু প্রতিপক্ষ দলের বোলারদের কপালে দুঃখ আছে। অন্য়দিকে এইডেন মারক্রামের ব্যাটও ভরসা জোগাবে দলকে। তবে আর্চার, টোপলি, জর্ডন, রাশিদদের সামনে কতটা প্রতিরোধ গড় তুলতে পারবে প্রোটিয়া ব্যাটিং বিভাগ তা নিয়ে প্রশ্ন উঠবেই।
SA vs ENG Live Score: জয় প্রোটিয়াদের
১৫৬ রানেই আটকে গেল ইংল্যান্ড। ৭ রানে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।
T20 World Cup Live: দুরন্ত ক্যাচ মারক্রামের
পেছনে দৌড়ে দুরন্ত ক্যাচ লুফে ব্রুককে ফেরালেন মারক্রাম। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ইংল্যান্ডের।
SA vs ENG Live Score: ৩ ওভারে ২৫ প্রয়োজন বাটলারদের
ম্য়াচের রং বদলে দিচ্ছেন ইংল্যান্ডের মিডল অর্ডারের ২ তারকা হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। ১৭ ওভারে শেষে ইংল্যান্ডের স্কোর ১৩৯/৪। বাটলারদের জয়ের জন্য ৩ ওভারে প্রয়োজন ২৫ রান।
T20 World Cup Live: ১১ ওভার শেষে ইংল্য়ান্ডের স্কোর ৬৩/৪
ইংল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। বার্টম্য়ানের বলে আউট হয়ে ফিরলেন মঈন আলি। ১১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬৩/৪।
SA vs ENG Live Score: আউট বাটলার ও বেয়ারস্টো
ইংল্যান্ডের পরপর ২ উইকেটের পতন। বেয়ারস্টো ১৬ ও বাটলার ১৭ রান করে ফিরে গেলেন। দু জনেই কেশব মহারাজের শিকার হলেন।