Indian Cricket Team: রোহিত-কোহলিদের বরণ করতে গিয়ে হারাল হাজার হাজার জুতো, বোঝাই হল ৫টি জিপে
Team India: ভিড়ের প্রবল চাপ আর ধাক্কাধাক্কিতে পরিস্থিতি এমন হল যে, হাজার হাজার মানুষের জুতো খোওয়া গিয়েছে। রাস্তার ধারে জুতোর স্তুপ।
মুম্বই: টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন (T20 World Cup) ভারতীয় দলকে (Indian Cricket Team) বরণ করতে মুম্বইয়ের রাস্তায় নেমেছিল জনতার স্রোত। মেরিন ড্রাইভে লক্ষ মাথার ভিড়। বৃষ্টি উপেক্ষা করে সকলে হাজির হয়ে গিয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়ন রোহিত শর্মা, বিরাট কোহলিদের ট্রফি নিয়ে হুডখোলা বাসে চড়ে বিজয়যাত্রার সাক্ষী হতে। কানায় কানায় ভরে গিয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়াম।
তবে ভিড়ের প্রবল চাপ আর ধাক্কাধাক্কিতে পরিস্থিতি এমন হল যে, হাজার হাজার মানুষের জুতো খোওয়া গিয়েছে। রাস্তার ধারে জুতোর স্তুপ। আর খালি পায়ে বাড়ি ফিরেছেন ক্রিকেটপ্রেমীরা।
বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত চলেছে ভারতের বিজয় মিছিল। শুক্রবার সকালে মেরিন ড্রাইভে, মুম্বই শহরের অন্যান্য জায়গায় জুতোর স্তুপ দেখে সকলের চক্ষু চড়কগাছ। নরিম্যান পয়েন্ট থেকে শুরু করে গোটা মেরিন ড্রাইভ, চার্চগেটে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর - সর্বত্র একই ছবি।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, টি-২০ বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে হুডখোলা বাসে করে মেরিন ড্রাইভ প্রদক্ষিণ করা হবে। তারপর ক্রিকেটারদের নিয়ে যাওয়া হবে ঐতিহ্যশালী ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ঘোষণা করেছিলেন, সকলেই বিনা টিকিটে, বিনা খরচে প্রবেশ করতে পারবেন গ্যালারিতে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন।
আর সেই আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে এসেছিলেন লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী। মুম্বই দেখেছিল অভূতপূর্ব এক ছবি। অনেক রাত পর্যন্ত চলে সেলিব্রেশন। স্টেডিয়ামে নাচে-গানে মেতে ওঠেন রোহিত, কোহলি, সূর্যকুমার যাদবরা। তবে রাতে বাড়ি ফেরার সময় সমর্থকেরা অনেকেই দেখেন যে, তাঁদের পা খালি। জুতোজোড়া ভিড়ের চাপে রাস্তাতেই হারিয়েছে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, শুক্রবার পরিস্থিতি আরও সঙ্গিন হয়ে ওঠে বৃষ্টিতে। সন্ধ্যা নেমে যাওয়ায় ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। অনেকেই এসেছিলেন মুম্বই শহরের বাইরে থেকে।
রাতেই বৃহন্মুম্বই পুরসভার প্রায় শতাধিক কর্মী সাফাইকাজ শুরু করেন। প্রায় ৫ কিমি লম্বা মেরিন ড্রাইভ পরিষ্কার করা হয়। দুটি বিশাল ডাম্পারে করে আবর্জনা সংগ্রহ করা হয়। পাঁচটি জিপে করে সিঙ্গল বা পেয়ার জুতো, চটি সংগ্রহ করে তা রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হয়।
আরও পড়ুন: সাহস হয় কী করে! ভারতের কোন ক্রিকেটারকে বললেন প্রধানমন্ত্রী?