USA vs IND: প্রতিপক্ষ রোহিতরা! তবু ভারতের জয়ের প্রার্থনা করছেন আমেরিকার তারকা ক্রিকেটারের বোন
Saurabh Netravalkar: আমেরিকার হয়ে বিশ্বকাপ খেলছেন। পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার ঐতিহাসিক জয়ের কাণ্ডারি। তবে সৌরভের জন্ম, বেড়ে ওঠা মুম্বইয়ে। তাঁর পরিবার এখনও থাকে ভারতেই।
নিউ ইয়র্ক: বুধবার মার্কিন মুলুকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ম্যাচকে বলা হচ্ছে ভারত বনাম মিনি ভারতের লড়াই। কেউ কেউ বলছেন, ইন্ডিয়া বনাম মেড ইন ইন্ডিয়া। কেন? ভারতের প্রতিপক্ষ যারা, সেই আমেরিকা দলের ৯ জন ক্রিকেটার হয় ভারতীয়। অথবা ভারতীয় বংশোদ্ভূত।
সৌরভ নেত্রাভালকর (Saurabh Netravalkar) যেমন। আমেরিকার হয়ে বিশ্বকাপ খেলছেন। পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার ঐতিহাসিক জয়ের কাণ্ডারি। তবে সৌরভের জন্ম, বেড়ে ওঠা মুম্বইয়ে। তাঁর পরিবার এখনও থাকে ভারতেই। বুধবার নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে যখন ভারতের মুখোমুখি হবে আমেরিকা, তখন ধর্মসঙ্কটে পড়তে হতে পারে সৌরভের পরিবারকে। কেন? কাকে সমর্থন করবেন? নিজের দেশকে, নাকি নিজেদের পরিবারের সদস্যকে?
সৌরভকে নিয়ে পাকিস্তান ম্যাচের পর যে শোরগোল পড়ে গিয়েছে, ক্রিকেটারের বাবা নরেশ নেত্রাভালকর ও বোন নিধি বালই জানেন। মুম্বইয়ে রয়েছেন। তবে মার্কিন মুলুকে থাকা সৌরভের সঙ্গে রোজ যোগাযোগ রয়েছে। সারাদিন ধরে অজস্র ফোন ধরতে হচ্ছে, দিতে হচ্ছে সাক্ষাৎকার। সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশ্নের জবাব দিতে হচ্ছে।
সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন সৌরভ। বুধবার অবশ্য বাড়ির সমর্থন পাচ্ছেন না তিনি। সৌরভের বোন নিধি জানিয়েছেন, ভারতকেই সমর্থন করবেন। একটি সাক্ষাৎকারে নিধি বলেছেন, 'আমরা ভারতকে সমর্থন করছি। আমরা চাই ভারত বিশ্বকাপ জিতুক। ভারতের ভাল সুযোগও রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপেও সেটাই চেয়েছিলাম। আমাদের জন্ম, বেড়ে ওঠা সব ভারতে। ভারতীয় ক্রিকেটকে আমরা ভালবাসি। আমরা অবশ্যই চাই ভারত জিতুক। আর সেটা শুধু আমেরিকার বিরুদ্ধে এই ম্যাচেই নয়, আমরা চাই গোটা বিশ্বকাপেই ভারতের জয়ের ধারা বজায় থাকুক। তবে হ্যাঁ, আমাদের মধ্যে ধন্দ রয়েছে।'
টি-২০ বিশ্বকাপে ভারত ও আমেরিকা - দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত। দুটি করে ম্যাচ জিতেছে দুই দলই। দুই দলের ঝুলিতেই রয়েছে ৪ পয়েন্ট করে। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। বুধবার ম্যাচ জিতলেই সুপার এইটে জায়গা পাকা করে ফেলবে ভারত। আর কোনও কারণে অঘটন ঘটলে? ভারতকে হারালে আমেরিকার সুপার এইট তো নিশ্চিত হবেই, সঙ্গে কপাল পুড়বে পাকিস্তানের। সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হতে পারে বাবর আজ়মদের।