Virat Kohli: মেসিকে ছাপিয়ে যেতে পারেন কোহলি? ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড, ইতিহাসের হাতছানি
T20 World Cup 2024: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন বিরাট (Virat Kohli)। আইসিসি-র মঞ্চে বিশ্বকাপ হাতে তাঁর ছবি। সঙ্গে সব সতীর্থরা।
বার্বাডোজ়: একটি পোস্ট। ভারতে তো বটেই, গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড। এমনকী, বিশ্বরেকর্ডও হয়ে যেতে পারে যে কোনও মুহূর্তে।
বার্বাডোজ়ে নাটকীয় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি (T20 World Cup) ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই ম্যাচে ৫৯ বলে ৭৬ রান করে ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি। গোটা টুর্নামেন্টে যিনি ছন্দ হাতড়ে বেড়িয়েছেন, ফাইনালে তিনিই ব্য়াট হাতে নায়ক। ওস্তাদের মার শেষ রাতে, সেই আপ্তবাক্যটা যেন সফল করে তুলেছেন কোহলি।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন বিরাট (Virat Kohli)। আইসিসি-র মঞ্চে বিশ্বকাপ হাতে তাঁর ছবি। সঙ্গে সব সতীর্থরা। শরীর পিছন দিকে হেলিয়ে ট্রফি নিয়ে উৎসব করছেন কোহলি। সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, 'এর চেয়ে ভাল কোনও দিনের স্বপ্ন দেখা সম্ভব ছিল না। ঈশ্বর কৃপাময়। আমি কৃতজ্ঞতায় আমার মাথা নত করছি। আমরা অবশেষে এটা করে দেখালাম। জয় হিন্দ।'
কোহলির সেই পোস্টটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায়। ডেভিড ওয়ার্নারের মতো তারকাও মন্তব্য করেন যে, 'যোগ্য হিসাবেই এটা পেয়েছো ভাই। মুহূর্তটা উপভোগ করো।' রশিদ খান থেকে শুরু করে রণবীর সিংহ, শিখর ধবন থেকে শুরু করে সুরেশ রায়না, কমেন্ট বক্স উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়।
কোহলির এই পোস্ট ভারতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক হওয়া কোনও পোস্ট। ভেঙে গেল সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ের পোস্ট। সিড-কিয়ারার বিয়ের ছবি ইনস্টাগ্রামে ১৬ মিলিয়নের বেসি লাইক পেয়েছিল। বিরাটের পোস্ট ইতিমধ্যেই ১৯ মিলিয়নের বেশি মানুষ পছন্দ করেছেন।