Sreesanth On Riyan: আগে দেশভক্ত হও, তরুণ ক্রিকেটারকে চাঁচাছোলা আক্রমণ বিশ্বকাপজয়ী পেসারের
T20 World Cup 2024: ভারতের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই এবার রিয়ান পরাগকে একহাত নিলেন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী দলের পেসার।
নয়াদিল্লি: আইপিএলে (IPL 2024) ছিলেন দুরন্ত ছন্দে। অনেকেই ভেবেছিলেন যে, রিয়ান পরাগকে (Riyan Parag) হয়তো বিশ্বকাপের দলে রাখা হবে। তবে রাজস্থান রয়্যালসের তরুণের কপালে শিকে ছেঁড়েনি। ভারতের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে জায়গা পাননি অসমের ক্রিকেটার। যে কারণে হতাশ পরাগ জানিয়ে দিয়েছিলেন, তিনি বিশ্বকাপ দেখবেন না।
ভারতের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই এবার রিয়ান পরাগকে একহাত নিলেন মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতের প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী দলের পেসার। ২০০৭ সালে যোগিন্দর শর্মার বলে যিনি মিসবা উল হকের ক্যাচ ধরায় ভারত বিশ্বকাপ জিতেছিল। রবি শাস্ত্রীর সেই অমর ধারাভাষ্য, 'অ্যান্ড শ্রীসন্থ টেকস ইট... ইন্ডিয়া উইনস দ্য ওয়ার্ল্ড কাপ।'
তিনি, শান্তাকুমারন শ্রীসন্থ। রিয়ান পরাগের উদ্দেশে তাঁর বার্তা, আগে দেশকে ভালবাসোয। তারপর ক্রিকেটকে।
টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় রিয়ান পরাগ হতাশা ব্যক্ত করেছিলেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, টি-২০ বিশ্বকাপে কোন চার দল সেমিফাইনালে যেতে পারে। পরাগ বলেছিলেন, 'হয়তো পক্ষপাতদুষ্ট উত্তর হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে কী, আমি বিশ্বকাপ দেখতেই চাই না। শুধু দেখব শেষে কোন দল জিতবে। আমি যেদিন বিশ্বকাপ খেলব সেদিন সেমিফাইনালে কোন চার দল যাবে সেসব নিয়ে আলোচনা করব।'
Inexplicable emotions, realisation of a dream coming true and pure happiness all around 🇮🇳❤️
— BCCI (@BCCI) July 1, 2024
A montage of #TeamIndia's moment of Glory 🏆
WATCH 🎥🔽 #T20WorldCup | #SAvIND | #Finalhttps://t.co/G1TYFqkTqH
সেই মন্তব্যের পর প্রবল সমালোচিত হয়েছিলেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা তরুণ। এবার তাঁর মন্তব্যকে দেশদ্রোহী তকমা দিলেন শ্রীসন্থ। যদিও তিনি সরাসরি পরাগের নাম নেননি। শ্রীসন্থ বলেছেন, 'কোনও কোনও তরুণ তো এরকমও বলেছিল যে, তাদের যেহেতু বিশ্বকাপের দলে নেওয়া হয়নি, তাই তারা বিশ্বকাপ দেখবে না। আমি বলব আগে দেশপ্রেমী হও। তারপর অবশ্যই, তুমি ক্রিকেটার হবে। তবে যাদের দলে নেওয়া হয়েছে, তাদের পুরো হৃদয় দিয়ে সমর্থন করতে হবে। সম্পূর্ণ সমর্থন, উৎসাহ আর শুভেচ্ছা ওদের প্রাপ্য।'
আরও পড়ুন: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।