The Ashes 2023: খাওয়াজার দুর্দান্ত শতরান সত্ত্বেও, প্রথম ইনিংসে ৩৮৬ রানেই অল আউট অস্ট্রেলিয়া
Usman Khawaja: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে উসমান খাওয়াজা ১৪১ রান করেন।
বার্মিংহাম: উসমান খাওয়াজার (Usman Khawaja) ১৪১ রানের দুর্দান্ত ইনিংস এবং অ্যালেক্স ক্যারির আগ্রাসী ৬৬ রানের ইনিংস সত্ত্বেও অস্ট্রেলিয়া প্রথম অ্যাশেজ টেস্টের (Ashes 2023) প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকাতে পারল না। ইংল্যান্ডের ৩৯৩ রানের জবাবে ৩৮৬ রানেই অল আউট হয়ে গেল অজিরা। ইংল্যান্ডের হয়ে স্টুয়ার্ট ব্রড ও অলি রবিনসন তিনটি করে উইকেট নেন।
এজবাস্টনে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের স্কোর ছিল ৩১১/৫। ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে ৮২ রানে পিছিয়ে ছিল অজিরা। ক্রিজে অপরাজিত খাওয়াজা ও সেট অ্যালেক্স ক্যারি ব্য়াট করছিলেন। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের রান টপকে প্রথম ইনিংসে অজিরা অন্তত লিড নিতে সক্ষম হবে বলে অনেকেই মনে করছিলেন। শুরুটা কিন্তু খাওয়াজা ও ক্যারি ভালই করেছিলেন। নির্দিষ্ট সময়ের অন্তরালে বাউন্ডারিও হাঁকাচ্ছিলেন দুইজনে। দেখতে দেখতেই ষষ্ঠ উইকেটে শতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন দু'জনে। অর্ধশতরান হাঁকান ক্য়ারি।
জেমস অ্যান্ডারসন বিরুদ্ধে ছন্দে থাকা ক্যারি পরপর দুই বলে দুইটি চার মারেন। তবে লাল বলের ক্রিকেটে সফলতম ফাস্ট বোলার অ্যান্ডারসন কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। দুরন্ত এক বলে ক্যারির স্টাম্প ছিটকে দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেন অ্যান্ডারসন। ক্যারি আউট হলেও, প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে খাওয়াজা অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দুরন্ত ছন্দে দেখানো খাওয়াজাকে ফেরাতে ভিন্ন পরিকল্পনা নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। শর্টে একাধিক ফিল্ডার এনে চাপ তৈরি করেন। তার ফলও মেলে। দারুণ ছন্দে থাকা অজি ওপেনার বড় শট মারতে গিয়ে রবিনসনের বলে ইয়র্কড হন। ১৪১ রানের তাঁর স্মরণীয় ইনিংস শেষ হয়।
এরপর বাকি উইকেট ফেলতে ইংল্যান্ডের বেশি সময় লাগেনি। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। মাত্র ১৪ রানের ব্যবধানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। কামিন্স ৩৮ রান করলেও, অস্ট্রেলিয়া দলের শেষ তিন ব্য়াটারের মোট সংগ্রহ দুই রান। এর ফলেই ইংল্যান্ড শেষমেশ সাত রানের লিড নিতে সক্ষম হয়। রবিনসন, ব্রড বাদে ইংল্যান্ডের হয়ে টেস্টে প্রত্যাবর্তন ঘটানো মঈন আলি দুই এবং স্টোকস ও অ্যান্ডারসন একটি করে উইকেট নেন।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?