Indian Football: বেঙ্গালুরুর ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধল টটেনহ্যাম হটস্পার
Tottenham Hotspur: তিন বছরের জন্য বেঙ্গালুরুর ক্লাবের সঙ্গে পার্টনারশিপ গড়ল টটেনহ্যাম হটস্পার।
বেঙ্গালুরু: বিশ্বের অন্যতম প্রসিদ্ধ ফুটবল দল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspur) এবার ভারতীয় ফুটবলের উন্নয়নের স্বার্থে এগিয়ে এল। মঙ্গলবার, ২৮ নভেম্বর প্রিমিয়ার লিগের ক্লাবটি বেঙ্গালুরুর সুপার ডিভিশনের ক্লাব কিক স্টার্ট এফসির সঙ্গে তিন বছরের পার্টনারশিপ ঘোষণা করল। তাও আবার স্পার্স প্রাক্তনী তথা ক্লাব অ্যাম্বাসাডর ওজ়ভাল্ডো আরডিলেস এবং লেডলি কিংয়ের উপস্থিতিতে।
ইংল্যান্ডের ক্লাব এই প্রথম কোনও ভারতীয় ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধল। স্পার্সের কোচিং দলের তরফে ভারতীয় ক্লাবটিকে দলের ট্রেনিংয়ের পাশাপাশি ফুটবল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাহায্য করা হবে। যাতে পরিকাঠামোগত উন্নতির সঙ্গে সঙ্গে ফুটবলাদের উন্নতি সম্ভব হয়। ১৯৭৮ সালের বিশ্বজয়ী আর্জেন্তাইন ফুটবলার ওজ়ভাল্ডো কিকস্টার্টের উদ্যম দেখে বেশ প্রভাবিত হয়েছেন এবং তাঁদের সঙ্গে গাঁটছড়া বেঁধে পরবর্তী প্রজন্মের ফুটবলারদের তৈরি করার এই প্রজেক্ট নিয়ে তিনি বেশ উৎসাহিতও বটে।
Tottenham Hotspur 🤝 Kickstart FC 🇮🇳#SpursInIndia #IndianFootball pic.twitter.com/TvjeWSyRKh
— Tottenham Hotspur (@Spurs_India) November 28, 2023
ওজ়ভাল্ডো বলেন, 'গ্রাসরুট ফুটবলের উন্নয়নের জন্য এই অল্প সময়েই কিক স্টার্ট যা করেছে সেটা সত্যিই দুর্দান্ত। বিষয়টা ওখান থেকে কয়েকজন কোচ এখানে এসে কয়েকটা সেশন নিল এমনটা নয়। শুধু এটুকুতেই থেমে থাকলে হবে না। দুই দলের মধ্যেকার এই সম্পর্ক আরও গাঢ় হবে বলেই আশা রাখি।'
কিক স্টার্ট ক্লাবের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান শেখর রাজনও আশাবাদী যে এই পার্টনারশিপ ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। স্পার্সে প্রশিক্ষণের জন্যও এই ক্লাবের ছোটদের পাঠানো হবে বলেও জানান তিনি। রাজন বলেন, 'আমরা আমাদের ছেলেদের টটেনহ্যামে তো পাঠাবই। তবে শুধু সেটাই নয়। এই প্রশিক্ষণের ফলে ওদের ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করারও সুযোগ বাড়বে এবং বিদেশেও কিন্তু খেলার সম্ভাবনা বাড়ার সুযোগ রয়েছে। আমরা টটেনহ্যামের খেলার ধরন সম্পর্কে আরও ভালভাবে অবগত হব।'
কিক স্টার্টের সভাপতি এনএ হ্যারিস এবং ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা তথা সিইও লক্ষ্মণ ভাট্টারাইও এই গোটা সই সাবুত করার সময় উপস্থিত ছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: টি-টােয়েন্টি বিশ্বকাপের পরই শ্রীলঙ্কা সফর, ৩ ম্যাচের ওয়ান ডে, টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত