Dhoni With Donald Trump: ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছিলেন ধোনি! মার্কিন মসনদের ভাগ্য নির্ধারণের দিনই ভিডিও ভাইরাল
US Election 2024: সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে ফের মার্কিন মুলুকের মসনদে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হলেন ট্রাম্প।
নয়াদিল্লি: সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে ফের মার্কিন মুলুকের মসনদে ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হলেন ট্রাম্প। যাঁর খেলার মাঠের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ। একটা সময় পেশাদার কুস্তি ডব্লিউ ডব্লিউ ই-র আসরে দেখা যেত তাঁকে। WWE চেয়ারম্যান ভিন্স মিকম্যানের তুরুপের তাস উমাগাকে হারিয়ে দিয়েছিলেন ট্রাম্পের পালোয়ান ববি লেসলি।
ক্রিকেটারদের সঙ্গেও সুসম্পর্ক ট্রাম্পের। ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে গলফও খেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়ার দিন ধোনির সঙ্গে তাঁর গলফ খেলার পুরনো ভিডিও ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ট্রাম্প ন্যাশানল গলফ ক্লাবে (Trump National Golf Club) একসঙ্গে গলফ খেলেছিলেন ধোনি ও ট্রাম্প। গত বছর যুক্তরাষ্ট্র ওপেনে ট্রাম্প ও ধোনিকে একসঙ্গে দেখা গিয়েছিল কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) বনাম আলেকজান্ডার জেরেভ (Alexander Zverev) কোয়ার্টার ফাইনাল ম্যাচেও। সেই সময়ই ট্রাম্পের সঙ্গে গলফ খেলেছিলেন ধোনি। দুজনকেই দেখা গিয়েছিল খোশমেজাজে। হাসুমিখে গলফ উপভোগ করেছিলেন দুজনে।
MS Dhoni playing golf with Donald Trump.
— Johns. (@CricCrazyJohns) September 8, 2023
- The craze for Dhoni is huge. pic.twitter.com/fyxCo3lhAQ
আরও পড়ুন: নতুন ব্যাটে বাজিমাত চন্দননগরের তারকার, রঞ্জিতে সেঞ্চুরি করে জানালেন সাফল্যের মন্ত্র
ক্রিকেটারদের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এই প্রথম নজরে পড়ল, তা নয়। ২০১৯ সালে কিংবদন্তি সুনীল গাওস্করের সঙ্গে নিউ ইয়র্ক গলফ কোর্সে দেখা গিয়েছিল ট্রাম্পকে। সেই সময় গাওস্করের কাছে ট্রাম্প ইমরান খানের গলফ খেলার পারদর্শিতা নিয়ে জানতে চেয়েছিলেন। প্রশ্ন করেছিলেন, 'খান কেমন?' গাওস্কর জবাবে বলেছিলেন, 'কোন খান?' বোঝাতে চেয়েছিলেন, সলমন, আমির নাকি শাহরুখ, কোন খানের কথা বলছেন ট্রাম্প। মজা করেছিলেন দুজনে।
ফের মার্কিন মসনদে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। লড়াই করেও হারতে হয়েছে কমলা হ্যারিসকে। ৭টি সুইং স্টেটের মধ্যে ৬টিতেই জয়ী হয়েছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ২৭৭টি ইলেক্টোরাল ভোট, কমলা হ্যারিসের পক্ষে পড়েছে ২৬৬টি ইলেক্টোরাল ভোট। টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহিও, নর্থ ও সাউথ ক্যারোলিনা দখল করেছেন রিপাবলিকানরা। হাউস অফ রিপ্রেসেন্টেটিভসের লড়াইয়েও এগিয়ে রিপাবলিকানরা। ডেমোক্র্যাটের দখলে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, কানেক্টিকাট, কলোরাডো, ওরেগান । ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।