IND vs ENG: সেরা ফর্মে রয়েছেন, টি-টোয়েন্টি সিরিজ সেরা হয়ে কী বললেন কেকেআর তারকা?
Varun Chakravarthy: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচে ১৪ উইকেট নিয়েছেন। প্রতি ম্য়াচেই ইংল্য়ান্ডের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরিয়েছেন। গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলেছেন।

মুম্বই: ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি হারিয়েই গিয়েছিলেন। এরপর গৌতম গম্ভীর কোচ হওয়ার পর ফের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্য়াবর্তন। গত ৭-৮ মাসে ভারতের কুড়ির ফর্ম্য়াটের দলে বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) যেন অটোমেটিক চয়েস। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচে ১৪ উইকেট নিয়েছেন। প্রতি ম্য়াচেই ইংল্য়ান্ডের ব্যাটিং লাইন আপে ভাঙন ধরিয়েছেন। গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলেছেন। স্বাভাবিক ভাবেই সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন ৩৪ বছরের এই রহস্য স্পিনার। কেরিয়ারের প্রথমবার সিরিজ সেরার পুরস্কার পেয়ে কী বলছেন কেকেআর স্পিনার?
পঞ্চম টি-টোয়েন্টিতেও ২ ওভার বল করে ২৫ রান দিলেও ২টো উইকেট তুলে নেন বরুণ। ম্য়াচের পর তিনি বলছেন, ''আমি অবশ্যই বলতে চাই যে ফিল্ডিংয়েও আমরা দুর্দান্ত উন্নতি করেছি। আমি ব্যক্তিগতভাবে টি দিলীপের অধীনে ফিল্ডিং নিয়ে বিশাল খেটেছি। আমার কেরিয়ারে সেরা ছন্দে রয়েছি। সেরা বোলিং করতে পারছি। কিন্তু তবুও বলব অনেকগুলো জায়গা মেরামতের বাকি রয়েছে। দ্রুত সেগুলো মিটিয়ে নিতে চাই। খারাপ বল আমি কোনওভাবেই করতে পারি না। তবে এটা আশা করি একটু পরিশ্রম করলেই জায়গাটা ঠিক করে নিতে পারব। এই পারফরম্য়ান্সের পুরস্কার আমি আমার ছেলে ও স্ত্রী-কে ডেডিকেট করতে চাই। এছাড়া সূর্য ও গৌতম গম্ভীরের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। ওঁরা আমার ক্রমাগত পাশে ছিল সবসময়।''
রবিবারের টি-টোয়েন্টি ম্য়াচে ভারতের জয়ের ভিত প্রথম ইনিংসেই গড়ে দিয়েছিলেন অভিষেক শর্মা। ৫৪ বলে ১৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে। পরে বল হাতেও ১ ওভার বল করে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বাঁহাতি ওপেনার। সম্মান পুনরুদ্ধার তো দূর অস্ত, বরং ওয়াংখেড়ে স্টেডিয়ামে লজ্জায় ঢাকল ইংল্যান্ড ক্রিকেট। ভারতের ২৪৭/৯ স্কোর তাড়া করতে নেমে ইংল্যান্ড ১০.৩ ওভারে মাত্র ৯৭ রানে অল আউট হয়ে গেল। দেড়শো রানে ম্যাচ হারলেন জস বাটলাররা। যা রানের নিরিখে টি-২০ ক্রিকেটে অংল্যান্ডের বৃহত্তম পরাজয়। ৯৭ রানের মধ্যে ফিল সল্ট একাই করলেন ৫৫ রান। বাকিদের মধ্যে দুই অঙ্কের রান স্পর্শ করেছেন একমাত্র জেকব বেথেল। তিনি করেন ১০ রান। বাকি ব্য়াটারদের আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে দু দল ওয়ান ডে সিরিজ খেলতে নামবে। প্রথম ম্যাচ নাগপুরে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
