Vinod Kambli: হাসপাতাল থেকে ছাড়া পেলেন, তবুও মাথায় আকাশ ভেঙে পড়ছে বিনোদ কাম্বলির
Vinod Kambli: কাম্বলি যে আইফোনটি ব্য়বহার করতেন সেটি খারাপ হয়ে যাওয়ার পর দােকানে সারানোর জন্য দিয়েছিলে। কিন্তু তা সারাতে প্রয়োজন ছিল ১৫ হাজার টাকা।
মুম্বই: দীর্ঘদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিনোদ কাম্বলি (Vinod Kambli)। বেশ তরতাজা লাগছিল তাঁকে। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের। ১৫ হাজার টাকা খরচ মেটাতে পারেননি বলে তাঁর ফোন নিয়ে নেওয়া হয়েছে কাম্বলির থেকে। এমনকী বিলাসবহুল বাড়ির লোনও দিতে পারছেন না। তাই ঘরছাড়াও হতে পারেন বাঁহাতি প্রাক্তন এই ক্রিকেটার।
সূত্রের খবর, কাম্বলি যে আইফোনটি ব্য়বহার করতেন সেটি খারাপ হয়ে যাওয়ার পর দােকানে সারানোর জন্য দিয়েছিলে। কিন্তু তা সারাতে প্রয়োজন ছিল ১৫ হাজার টাকা। যা দিতে পারেননি কাম্বলি। তাই ফোনটিও তাঁকে ফেরত দেওয়া হয়নি। এরই মধ্যে শারীরিক অসুস্থতা নিয়ে কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকেই হাসিমুখে বাড়ি ফেরেন কাম্বলি। এমনকী তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আর মদ্যপান করবেন না। কাম্বলি সবাইকেই অনুরোধ করেন মদ্যপান থেকে দূরে থাকার জন্য।
২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার সময় পেট ব্যথাসহ একাধিক সমস্যার কথা জানিয়েছিলেন কাম্বলি। তাঁর শরীরিক অবস্থা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের রীতিমতো উদ্বিগ্ন করেছিল। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে কাম্বলিকে শুধু বেড ছেড়ে উঠে দাঁড়াতেই নয়। রীতিমতো নাচ করতে দেখা গেল। শাহরুখ খানের সিনেমা 'চক দে ইন্ডিয়া'-র টাইটেল ট্র্যাকের ছন্দে পা মেলাতে দেখ গেল বিনোদ কাম্বলিকে।
হাসপাতালের বেডে শুয়েই ANI-কে এক ছোট্ট সাক্ষাৎকার দেন ভারতীয় প্রাক্তনী। সেখানে তাঁর শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করা হলে, এক গানের মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, যে তিনি হাল ছাড়ছেন, তিনি যোদ্ধা। 'আমি ভাল আছি। আগের থেকে একটু সুস্থ লাগছে। আমি লড়াই করা ছাড়িনি, আর ছাড়বও না। এতগুলো সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করেছি, সবচা মনে আছে। লড়াইটা আমার মজ্জাগত।' বলেন কাম্বলি।
পাশাপাশি উৎসবের মরশুমে হাসপাতালের বেড থেকেই নিজের অনুরাগীদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠান কাম্বলি। তাঁকে বলতে শোনা যায়, 'জীবনটা উপভোগ কর। তবে সবকিছু ভেবেচিন্তে কর।' বাড়ি ফিরলেন কাম্বলি। কিন্তু চিন্তা কিন্তু রয়েই গেল তাঁর।