India vs Pakistan: 'বিরাটের নখের যোগ্যও নয় বাবর', ভারত-পাকিস্তান দ্বৈরথের আগেই বিস্ফোরক পাকিস্তান প্রাক্তনী
T20 World Cup 2024: রবিবার ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে।
নিউ ইয়র্ক: দুই পড়শি দেশ ভারত (Indian Cricket Team) ও পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) দুই সবথেকে চর্চিত তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও বাবর আজম (Babar Azam)। ব্যাটার হিসাবে দুইজনের মধ্যে কে এগিয়ে, কে পিছিয়ে, সেই নিয়ে প্রায়শই সমর্থকদের মধ্যে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক চলেই। তবে দুই তারকার মধ্যে কোনও তুলনাই চলে না। সাফ জানিয়ে দিলেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)।
প্রাক্তন পাকিস্তান তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'পরের দিন বাবর আজম শতরান করলেই দেখবেন আবার বিরাট কোহলির সঙ্গে তুলনা শুরু হয়ে যাবে। তবে ও বিরাটের নখেরও যোগ্য নয়। যুক্তরাষ্ট্রের বোলারদের বিরুদ্ধেই ও আটকে গিয়েছিল। খেলতেই পারছিল না। ৪০ রান করার পরেই আউটও হয়ে যায়। ওর ক্রিজে টিকে থাকা উচিত ছিল। ও ক্রিকেট থাকলে পাকিস্তান একপেশেভাবে ওই ম্যাচ জেতে।'
বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি ৪১.০৮ গড়ে ১২০ ম্যাচে ৪০৬৭ রান করেছেন। ঠিক তারপরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর সংগ্রহ ৫১.১১ গড়ে ৪০৩৮ রান। দুই দেশের দুই তারকা ব্যাটারের তুলনা প্রায়শই চলে। তবে চলতি বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে যেখানে কোহলি মাত্র ১ রান করেন। সেখানে বাবর আজম ৪৪ রান করলেও, তা ৪৩ বলে আসে। সুপার ওভারে সকলকে চমকে দিয়ে পাকিস্তানকে পরাজিত করে অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের মুখোমুখি হবে। কানেরিয়ার দাবি সেই ম্যাচে ভারত পাকিস্তানকে হেলায় হারাবে। 'ভারত ওদের যাচ্ছেতাইভাবে হারাবে। ওরা ভারতকে হারানোর ক্ষমতাই নেই। পাকিস্তান যখনই বিশ্বকাপ খেলতে নামে, তখনই ওরা নিজেদের বোলিং নিয়ে মাতামাতি করে। বলে ওদের বোলিংই ওদের ম্যাচ জেতাবে। তবে সেই বোলিংয়ের ব্যর্থতার কারণেই তো প্রথম ম্যাচে ওদের হারতে হয়েছে।' বলেন প্রাক্তন পাকিস্তান স্পিনার।
ভারতীয় দল আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে। ৪৬ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। বল হাতে ভারতীয় ফাস্ট বোলাররা দাপট দেখান। সেই ম্যাচের একাদশ নিয়েই আজ সম্ভবত মাঠে নামবে ভারতীয় দল। অপরদিকে, পাকিস্তান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরাজিত হয়। সেই হতাশাজনক ফলাফল পিছনে ফেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের জন্য বাবর আজমরা নিজেদের একাদশে কোনও বদল ঘটায় কি না, সেটা দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে শাহিনকে খারাপ বোলিং করার পরামর্শ! ভাইরাল হল ভিডিও