CPM Inner Clash:একসঙ্গে পদত্যাগ জেলা কমিটির সদ্য নির্বাচিত ১৮সদস্যর।প্রকাশ্যে CPM-র অন্দরের দ্বন্দ্ব
ABP Ananda Live: জেলা কমিটি নির্বাচন নিয়ে মতবিরোধের জেরে কমিটি থেকেই পদত্যাগ করলেন ১৮ জন। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রকাশ্যে সিপিএমের অন্দরের দ্বন্দ্ব। দলবাজি করে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন সদস্যদের একাংশ।
আর জি কর কাণ্ডে ৪ মাস পার। এখনও অধরা বিচার। ধর্মতলার চিকিৎসকদের অবস্থানের মধ্যেই এবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক। আজ সোমবার শ্যামবাজারে গণকনভেনশনের ডাক চিকিৎসক ও নাগরিক সমাজের। দুপুর ৩টেয় শ্যামবাজার বাটার সামনে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে।
অন্যদিকে, শুধুমাত্র বিপ্লব সিংহ কিংবা সুমন হাজরাকে কোটি কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দিয়ে দুর্নীতি করাই নয়, আর জি কর মেডিক্যাল কলেজে হাউস স্টাফের কাজ পাইয়ে দিতে, হাউস স্টাফ ও TMCP নেতা আশিস পাণ্ডেকে সামনে রেখে, মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চূড়ান্ত দুর্নীতি করেছেন। শিক্ষা দূর্নীতির সঙ্গে তুলনীয় সেই প্রতারণার যাবতীয় তথ্য আদালতে জমা দেওয়া চার্জশিটে তুলে ধরেছে CBI।