Virat Kohli: কোহলির নতুন ছবি দেখে হতবাক সমর্থকরা, 'দ্রুতই ওয়ান ডে অবসর নেবেন বিরাট', আশঙ্কা একাংশের
Indian Cricket Team: সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলির ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে ভারতীয় বোর্ড শীঘ্রই আলোচনায় বসতে চলেছে।

লন্ডন: গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। কয়েকদিন হল টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার বিরাট কোহলির (Virat Kohli) যে ছবি সামনে এসেছে, তা রীতিমতো সমর্থকদের চিন্তার মধ্যে ফেলে দিয়েছে।
কোহলি বর্তমানে স্ত্রী অনুষ্কা শর্মা ও সন্তানদের সঙ্গে লন্ডনে থাকেন বলে প্রায় সকলেই জানেন। সেই লন্ডনের রাস্তাতেই শাশ পটেল নামক এক ব্যক্তির সঙ্গে ফ্রেমবন্দি হন কোহলি। সেই ছবিতে কোহলিকে চেন দায়। মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি। তবে কালো নয়, গাল ভর্তি সাদা দাড়ি, গোঁফে দেখা গেল বিরাট কোহলিকে। ভারতীয় মহাতারকার এহেন দশা দেখে সকলেই খানিক বিস্মিত ও হতবাকও বটে।
মাসখানেক আগেই কোহলিকে যুবরাজ সিংহের আয়োজিত এক অনুষ্ঠানে দেখা গিয়েছিল। সেখানেই নিজের অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোহলিকে বলতে শোনা যায়, 'আমি দু'দিন আগে আমার দাড়ি কালো করেছি। যখন আপনাকে চার দিন অন্তর দাড়ি কালো করতে হয়, তখন বুঝতেই পারেন যে, সময় হয়ে গিয়েছে।' এবার কিন্তু হাতেনাতেই প্রমাণ মিলল যে কোহলিকে তাঁর দাড়ি রং করতে হয়। অনেকেই এই ছবি দেখার পর আশঙ্কা করছেন কোহলির ওয়ান ডে অবসরেও খুব একটা সময় বাকি নেই।
কোহলি ৩৬-র গণ্ডি পার করে কিছুদিন পরেই ৩৭-এ পা দেবেন। বাকি দুই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ায় তিনি বহুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে কোহলি এবং রোহিত শর্মা দুইজনেই ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপ খেলা এবং জেতার আগ্রহ দেখিয়েছিলেন। অবশ্য তাঁদের জায়গা কিন্তু সেই বিশ্বকাপে এখনও নিশ্চিত নয়।
He didn’t even colour his beard now. ODI retirement loading !!
— The last dance (@26lastdance) August 8, 2025
Kohli's white beard is clearly visible.. ODI retirement is on the way
— Santosh Says (@SmpPhukan) August 8, 2025
Kohli looking like former player
— ~sb~ (@Shubham70590144) August 8, 2025
দুই মহাতারকাই নিজেদের কেরিয়ারের শেষবেলায় উপনীত হয়েছেন। পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। দুই তারকা যেহেতু এবার থেকে কেবল একটি ফর্ম্যাটই খেলবেন, তাই তাঁরা নিজেদের ফিটনেস কতটা ধরে রাখতে সক্ষম হবেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এর জেরেই কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে শীঘ্রই বোর্ডের তরফে আলোচনা করা হতে পারে শোনা যাচ্ছে।




















