Virat Kohli: রাজধানীতে বিরাট-সাক্ষাৎ, বিশ্বজয়ীর সঙ্গে দাদা করলেন দাদা বিকাশ, বোন ভাবনারা
Virat Kohli meets his family: কোহলি বর্তমানে সস্ত্রীক মুম্বইতে থাকেন বটে, তবে তিনি কিন্তু আদপে নয়াদিল্লিরই ছেলে। ভারতীয় দলের রাজধানীতে আগমনের সুযোগ নিয়েই বিরাটের সঙ্গে দেখা করে তাঁর পরিবার।
নয়াদিল্লি: বিশ্বজয়ের (T20 World Cup 2024) পর হারিকেন বেরিলের জেরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দীর্ঘদিন আটকে ছিল ভারতীয় ক্রিকেট দল। আজই দেশে ফিরেছে টিম ইন্ডিয়া (Team India)। নয়াদিল্লিতে অবতরণ করেছে বিশেষ বিমান। সেখানেই ঘরের ছেলে বিরাটের (Virat Kohli) সঙ্গে দেখা করেন কোহলি পরিবারের সদস্যরা।
কোহলি বর্তমানে সস্ত্রীক মুম্বইতে থাকেন বটে, তবে তিনি কিন্তু আদপে নয়াদিল্লিরই ছেলে। সেখানেই তাঁর বেড়ে ওঠা। দিল্লির হয়েই ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্বও করেন কোহলি। সেখানেই বিশ্বজয়ীদের আগমন ঘটে। টিম ইন্ডিয়া সকালটা নয়াদিল্লিতেই কাটিয়েছে। সেই সুযোগেই কোহলির সঙ্গে দেখা করতে টিম হোটেলে পৌঁছে গিয়েছিল তাঁর পরিবার। উপস্থিত ছিলেন দাদা বিকাশ, বোন ভাবনা কোহলি ধিংড়া। সঙ্গে ছিলেন বিরাটের ভাইপো, বোনপোরাও। তারকা ক্রিকেটারের বোনই সোশ্যাল মিডিয়ায় তাঁদের সাক্ষাতের একগুচ্ছ ছবি শেয়ার করেন। তিনি ছবিগুলির ক্যাপশনে লেখেন, 'জয় উদযাপন। অত্যন্ত গর্বিত।'
বিরাটের সঙ্গে দেখা করতে তাঁর পরিবারকে অধীর আগ্রহে টিম হোটেলে অপেক্ষা করতেও দেখা গিয়েছিল। হাতে সময় ছিল অল্প। তার মাঝেই বিশ্বজয়ী ভাইয়ের সঙ্গে দেখা করেন বিকাশ, ভাবনারা।
View this post on Instagram
টিম হোটেলে কয়েক ঘণ্টার জন্যই ছিলেন বিরাটরা। এর মাঝে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করে টিম ইন্ডিয়া। বেশ অনেকক্ষণই প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিল টিম ইন্ডিয়া। তাবে আজ দুপুরের বিমানেই কিন্তু রাজধানী ছাড়বে টিম ইন্ডিয়া। নয়াদিল্লি থেকে উড়ে আসবে মুম্বইয়ে। সেখানে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে অবধি মোটামুটি এক কিলোমিটার রাস্তায় হুড খোলা বাসে সফর করবেন রোহিত, কোহলিরা।
সেই শোভাযাত্রা শেষে টিম ইন্ডিয়াকে ২০১১ সালের মতোই ওয়াংখেড়ে বিশেষ অভ্যর্থনা জানানো হবে। সেখানেই দলের হাতে বিশ্বজয়ের পুরস্কারমূল্য হিসাবে ১২৫ কোটি টাকা তুলে দেওয়ার কথা। মোটের উপর বিরাটসহ গোটা টিম ইন্ডিয়ার আজকের দিনটা যে চরমতম ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টিম হোটেলে সূর্যদের জমিয়ে নাচ, বিশেষ কেক কাটলেন রাহুল, রোহিত, কোহলিরা