Kohli And Sehwag: দিল্লি প্রিমিয়ার লিগে কোহলি! নিলামে উঠছেন বীরেন্দ্র সহবাগের ছেলেও
Delhi Premier League: দিল্লি প্রিমিয়ার লিগে মোট ৮টি দল অংশ নিতে চলেছে । গত মরশুমের তুলনায় এবার ২টি নতুন দলকে DPL-এ দেখা যাবে ।

নয়াদিল্লি: গত বছর, ২০২৪ সালে দিল্লি প্রিমিয়ার লিগের সূচনা হয়েছিল । এখন দ্বিতীয় মরশুমের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । শনিবার, ৫ জুলাই হতে চলেছে DPL 2025-এর নিলাম । যার নিলাম তালিকা খুবই আকর্ষণীয় । নিলাম তালিকায় বিরাট কোহলির (Virat Kohli) ভাইপোর নামও অন্তর্ভুক্ত রয়েছে । শুধু তাই নয়, কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) ছেলেও নিলামের জন্য রেজিস্ট্রেশন করেছেন । মজার বিষয় যে, সহবাগের ছেলে এবং বিরাট কোহলির ভাইপো - দুজনের নামই আর্যবীর ।
১৫ বছর বয়সী আর্যবীর কোহলি, বিরাট কোহলির দাদা বিকাশ কোহলির ছেলে । আর্যবীর একজন লেগস্পিন বোলার, যিনি বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার প্রশিক্ষণে ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে কোচিং নেন । তাঁকে নিলাম তালিকার ক্যাটাগরি C-তে রাখা হয়েছে এবং গত মরশুমে তাঁর নাম দিল্লির অনূর্ধ্ব ১৬ দলের জন্য মনোনীত হয়েছিল । দিল্লি ক্রিকেটে মনোনীত খেলোয়াড় তাঁরাই হন, যাঁরা ৩০ জন খেলোয়াড়ের চূড়ান্ত দলে জায়গা পান ।
অন্যদিকে বীরেন্দ্র সহবাগের ১৭ বছর বয়সী ছেলে আর্যবীর সহবাগও নিলাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন । তাঁকে ক্যাটাগরি B-তে রাখা হয়েছে । তিনি দিল্লির অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছেন । তিনি মেঘালয়ের বিরুদ্ধে ২৯৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন । তাঁর ভাই বেদান্ত সহবাগকে ক্যাটাগরি B-তে রাখা হয়েছে, তিনি দিল্লির হয়ে অনূর্ধ্ব ১৬ ক্রিকেট খেলেছেন ।
New year. New squads. Same Dilli madness. 🏏 DPL season 2 is loading…
— Delhi Premier League T20 (@DelhiPLT20) June 29, 2025
.
.
.
.
.#DPL #delhiblogger #Cricket #t20cricket #season2 #DPL2025 #DelhiPremierLeague pic.twitter.com/gNcwOUCnuY
দিল্লি প্রিমিয়ার লিগে মোট ৮টি দল অংশ নিতে চলেছে । গত মরশুমের তুলনায় এবার ২টি নতুন দলকে DPL-এ দেখা যাবে । এই ৮টি দলের নাম হল ইস্ট দিল্লি রাইডার্স, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, ওয়েস্ট দিল্লি লায়ন্স, সাউথ দিল্লি সুপারস্টার্স, পুরানি দিল্লি ৬, সেন্ট্রাল দিল্লি কিংস এবং ২ নতুন দলের নাম আউটার দিল্লি এবং নয়াদিল্লি হবে ।
Naya season, naye jazbaat… aur DPL mein do nayi teams ki shuruaat! 💥🏏
— Delhi Premier League T20 (@DelhiPLT20) June 29, 2025
Welcoming Outer Delhi and New Delhi to the league.
Let the capital’s finest cricketing battle begin. 🏟️
Yesterday in a close door auction process two new franchises were inducted in the Delhi Premier… pic.twitter.com/B2LGsgAAOA




















