Virat Kohli: 'আর কোনও প্রশ্নই থাকতে পারে না', রাঁচিতে শতরানের পরেই বিরাটের ভবিষ্যৎ নিয়ে অকপট ভারতীয় কোচ
IND vs SA: রাঁচিতে কেরিয়ারের ৫২তম ওয়ান ডে শতরান হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০তম বার ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন বিরাট কোহলি।

রাঁচি: তাঁর বয়স ৩৭-র গণ্ডি পার করেছে। দুই ফর্ম্যাট থেকে অবসরও নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে তিনি এখনও যে ফুরিয়ে যাননি, তা ফের একবার রবিবাসরীয় রাঁচিতে প্রমাণ করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) কেরিয়ারের ৫২তম ওয়ান ডে শতরান হাঁকালেন 'কিং কোহলি'। ১২০ বলে তাঁর ব্যাট থেকে আসে ম্যাচ জেতানো ১৩৫ রানের ইনিংস।
এই তো কিছুদিন আগেও তাঁর ভবিষ্য়ৎ নিয়ে কতই না জল্পনা-কল্পনা চলছিল। সংশয় প্রকাশ করা হচ্ছিল কোহলি ২০২৭ সালের বিশ্বকাপ খেলা নিয়েও। এমনকী শোনা যাচ্ছিল এই সিরিজ়ের পরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবেন ভারতীয় বোর্ড কর্তারা। তবে একটা শতরানই যেন অনেক কিছুর জবাব দিয়ে দিল। রাঁচিতে কোহলির অনবদ্য শতরানের পরে বিরাট-বন্দনায় ভারতীয় ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak)। তিনি তো স্পষ্টই জানিয়ে দিলেন যে বিরাটকে নিয়ে 'আর কোনও বিষয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না'।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কোটাক বলেন, 'আমি জানি না কেন আমাদের এইসব বিষয়ে এখনও নজর দিতে হবে, এ নিয়ে কথা হবে। নিঃসন্দেহেই ইনিংসটা অসাধারণ ছিল। ও দারুণ ব্যাট করেছে। ও অনবদ্য ক্রিকেটার। দায়িত্ব নিয়ে যেভাবে ও ব্যাট করল তার প্রশংসা করতেই হয়। ও যেভাবে ব্যাট করছে, সেটা অনবদ্য। আমি ওর (ভবিষ্যৎ নিয়ে) কোনও প্রশ্ন তুলব না। ও যেমন খেলছে, ওর যা ফিটনেস, তাতে আর কোনও বিষয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না।'
ম্যাচের মাঝে একবার ব্যাটিংয়ের সময় সময় কোহলির পিঠে খানিক সমস্যা হয়। ফিজিও মাঠে ছুটে আসেন। কোহলি সম্পূর্ণ ফিট তো? 'আমার মনে হয় ওর পিঠটা ঠিকই আছে। আমি যতটা জানি ও ঠিক আছে।' জানান কোটাক। ধোনির শহরে সেঞ্চুরি হাঁকিয়ে কিন্তু নতুন রেকর্ডও গড়ছেন কোহলি। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের কোনও একটি ফর্ম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটার হয়ে গিয়েছেন। তিনি সচিন তেন্ডুলকারের রেকর্ড ভেঙে দেন।
সচিন টেস্ট ক্রিকেটে ৫১টি সেঞ্চুরি করেছেন। কোনও ফর্ম্যাটে (টি-২০, টেস্ট এবং ওয়ান ডে) এর চেয়ে বেশি সেঞ্চুরি আর কারও ছিল না, কিন্তু এখন বিরাট কোহলি এগিয়ে গিয়েছেন। সচিনের ৫১-র জবাবে কোহলি ওয়ান ডে ক্রিকেটে ৫২টি সেঞ্চুরি পূর্ণ করেছেন। রবিবারই বিরাট কোহলি ভারতের কোনও একটি মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটার হয়ে গিয়েছেন। রাঁচির ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিরাট পাঁচ ইনিংসে তিনটি সেঞ্চুরি করে ফেললেন। এছাড়াও বিরাট বিশাখাপত্তনম এবং পুনেতেও তিনটি করে সেঞ্চুরি করেছেন। তবে ওই দুই মাঠে যথাক্রমে সাত ও আটটি ইনিংস লেগেছে কোহলির। এই মাঠে লাগল আরও কম সময়।




















