Virat Kohli: বিরাট সিদ্ধান্ত কোহলির, ১৫ বছর পর ভারতীয় ক্রিকেট দেখতে চলেছে এই দৃশ্য!
Kohli and Rishabh Pant: কেরিয়ারে বিরাট সিদ্ধান্ত নিলেন কোহলি, সঙ্গী ঋষভ পন্থও।

নয়াদিল্লি: পাখির চোখ ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ। যে টুর্নামেন্টে খেলার জন্য ফুটছেন বিরাট কোহলি (Virat Kohli)। এতটাই যে, ঘরোয়া ক্রিকেটের ওয়ান ডে টুর্নামেন্টেও খেলার সিদ্ধান্ত নিলেন কোহলি। দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফি খেলবেন কিংগ কোহলি!
গত বছর দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন কোহলি। লাল বলের ক্রিকেটের জন্য নিজেকে তৈরি রাখতে। ফিরোজ শাহ কোটলায় সেই ম্যাচ দেখতে উপচে পড়েছিল ভিড়। যে ছবি ভারতের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে রয়েছে।
ফের ঘরোয়া ক্রিকেটে ফিরছেন কিংগ কোহলি। ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির জন্য দিল্লির প্রাথমিক দলে রাখা হল তাঁকে। সঙ্গে রাখা হয়েছে ঋষভ পন্থকেও (Rishabh Pant)।
বৃহস্পতিবার দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার (DDCA) তরফে বিবৃতি দিয়ে জানানো হল যে, বিজয় হাজারে ট্রফির জন্য দিল্লির সম্ভাব্য দলে কোহলি ও পন্থকে রাখা হয়েছে। এর আগে ২ ডিসেম্বর দিল্লি ক্রিকেট সংস্থার (Delhi and District Cricket Association) প্রধান রোহন জেটলি জানিয়েছিলেন যে, বিজয় হাজারে ট্রফি খেলবেন বলে তাঁদের জানিয়েছেন কোহলি। ১৫ বছর পর এই টুর্নামেন্টে দেখা যাবে কোহলিকে।
পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওয়ান ডে দলে থাকলেও কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি। সেই সিরিজে ভারতের হয়ে উইকেটকিপিং করেছিলেন কে এল রাহুল। যিনি ওয়ান ডে দলকে নেতৃত্বও দিয়েছিলেন।
দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার (DDCA) তরফে বিবৃতিতে লেখা হয়েছে, 'আসন্ন বিজয় হাজারে ট্রফির জন্য দিল্লির প্রাথমিক দল বাছার কাজ শেষ করেছেন নির্বাচকেরা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির দলে যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই বিজয় হাজারে ট্রফির জন্য সম্ভাব্য দলে রাখা হয়েছে। তার সঙ্গে বিজয় হাজারে ট্রফির জন্য সম্ভাব্য দলে যোগ করা হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে।'
A Kohli classic in Mumbai. 👑#OnThisDay in 2016, Virat struck a majestic 2️⃣3️⃣5️⃣ at the Wankhede, the highest Test score by an Indian at the venue.
— Royal Challengers Bengaluru (@RCBTweets) December 11, 2025
🔥
📸 BCCI | #PlayBold #ನಮ್ಮRCB pic.twitter.com/JXGuGMOZ9l
২৪ ডিসেম্বর বেঙ্গালুরুর আলুরে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিজয় হাজারে ট্রফিতে অভিযান শুরু করছে দিল্লি। সেই ম্যাচ দেখতে বিরাট জনসমাগম হবে বলেই মনে করা হচ্ছে। এমনকী, কোহলি খেললে ম্যাচটি কোনও ঘেরা মাঠে স্থানান্তরিতও করা হতে পারে।




















