Virat Kohli: স্টিভ স্মিথের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই দলের হয়ে বিগ ব্যাশে খেলবেন বিরাট কোহলি?
Big Bash League: আজ সকালেই কোহলিকে দুই বছরের চুক্তিতে সই করার কথা ঘোষণা করে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্স।

নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli)! বিশ্বক্রিকেটের পোস্টার বয়। বিশ্বের হয়তোই এমন কোনও দল, এমন কোনও ফ্র্যাঞ্চাইজি রয়েছে, যারা কোহলিকে নিজেদের দলে চাইবেন না। বিরাট কোহলির খেলা মানেই সেই টুর্নামেন্টের জনপ্রিয়তা চড় চড় করে বেড়ে যাওয়া। এবার তেমনটাই হতে চলেছে বিগ ব্যাশ লিগে (Big Bash League)? বিবিএলে খেলবেন 'কিং কোহলি'?
আজ বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের (Sydney Sixers) তরফে একটি ঘোষণা করা হয়। সেই ঘোষণার পরেই গোটা বিশ্বে হইচই পড়ে যায়। সিক্সার্সের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঘোষণা করা হয় যে ভারতীয় ক্রিকেট দলের মহাতারকা বিরাট কোহলি তাঁদের সঙ্গে দুই বছরের চুক্তি সই করেছেন। সিক্সার্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোহলির ছবি দিয়ে লেখা হয়, 'কিং কোহলি! পরবর্তী দুই মরশুমের জন্য সরকারিভাবে বিরাট কোহলি একজন সিক্সার।'
King Kohli 🤩
— Sydney Sixers (@SixersBBL) March 31, 2025
Virat Kohli is officially a Sixer for the next TWO seasons! ✍️ #LIKEASIXER pic.twitter.com/TE89D4Ar6l
এই ঘোষণার পরেই চারিদিকে হইচই পড়ে যায়। কারণ নামটা একেই বিরাট কোহলি এবং নিয়মমতো কোনও ভারতীয় দলের হয়ে খেলা বা ঘরোয়া ক্রিকেটে খেলা কোনও ক্রিকেটার বিদেশি কোনও লিগে খেলতে পারেন না। তাহলে কি কোহলির জন্য নিয়মের ব্য়তিক্রম ঘটল? নাকি কোহলি গত বছরের বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে অবসর নেন এবং সেই সুবাদেই তিনি বিগ ব্যাশে খেলার ছাড়পত্র পাচ্ছেন? সমর্থকদের মনে এই প্রশ্নই ঘোরাফেরা করে। এমনটা হলে কোহলি এবং স্টিভ স্মিথ, বর্তমান প্রজন্মের বিশ্বের দুই মহাতারকাকে একসঙ্গে খেলতে দেখা যেত। তবে পোস্টটি নিছকই মজার। আজকের তারিখটা যে ১ এপ্রিল। 'এপ্রিল ফুলস ডে'-তে সকলকে ঘোল খাওয়ার জন্যই সিক্সার্সের তরফে এই পোস্টটি করা হয়। সিক্সার্সের তরফে পরবর্তীতে তা জানিয়েও দেওয়া হয়েছে।
April Fools
— Sydney Sixers (@SixersBBL) April 1, 2025
তাই আপাতত অন্তত কোহলিকে বিগ ব্যাশে খেলতে দেখার কোনও সুযোগ নেই। তবে সাম্প্রতিক অতীতে যুবরাজ সিংহ, দীনেশ কার্তিক, সুরেশ রায়নারা অবসরের পরে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। তাই কোহলির ক্ষেত্রে এমনটা না হওয়ার কোনও কারণ নেই। কিন্তু আপাতত অজ়ি ক্রিকেটপ্রেমীদের কাছে কোহলিকে বিগ ব্যাশে দেখার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও বিকল্প নেই।




















