Sehwag Criticizes Team India: পরপর দুই সিরিজ হার, স্বভঙ্গিমায় ভারতীয় দলের সমালোচনায় মুখর সহবাগ
Indian Cricket Team: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারের আগে বৃষ্টিবিঘ্নিত এক সিরিজে ১-০ স্কোরলাইনে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও পরাজিত হয়েছিল ভারতীয় দল।
নয়াদিল্লি: দিন কয়েক আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত এক সিরিজে ১-০ স্কোরলাইনে পরাজিত হয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজ হারের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের বাংলাদেশের বিরুদ্ধেও ভরাডুবি। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ খুইয়েছে ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বিদায়, তারপর নাগাড়ে দুই সিরিজ হারের পর ভারতীয় দলের সমালোচনায় মুখর হয়েছেন সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেই। বীরেন্দ্র সহবাগও (Virender Sehwag) এবার নিজের স্বভাবচিত ভঙ্গিমায় ভারতীয় দলকে বিঁধলেন।
সহবাগের সমালোচনা
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারের পর বীরেন্দ্র সহবাগ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'আমাদের পারফরম্যান্স তো ক্রিপ্টোর থেকেও তো দ্রুত গতিতে নীচের দিকে নামছে। কিছু না কিছু তো বদলাতে হবে, এবার জেগে ওঠার দরকার।'
Cryptos se bhi tez gir rahi hai apni performance yaar. Need to shake up - wake up.
— Virender Sehwag (@virendersehwag) December 7, 2022
ম্যাচের হালহকিকত
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ৫ রানে ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ফেলল। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ হয়ে দাঁড়াল কার্যত নিয়মরক্ষার। বুধবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২৭১/৭। জবাবে ৫০ ওভারে ২৬৬/৯ স্কোরে আটকে যায় ভারত। ভারতীয় শিবিরকে জোরাল ধাক্কা দিয়েছিল অধিনায়ক রোহিত শর্মার চোট। হাতের আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। যে কারণে তিনি ইনিংস ওপেন করতে পারেননি। তবে ৯ নম্বরে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন রোহিত। তবু শেষরক্ষা হয়নি। ৫ রানে ম্যাচ হারে ভারত। ব্যাট হাতে লড়াই করেন শ্রেয়স আইয়ার (১০২ বলে ৮২ রান) ও অক্ষর পটেলও (৫৬ বলে ৫৬ রান)। তবু স্বপ্নভঙ্গ টিম ইন্ডিয়ার।
শেষ ৪ ওভারে ৪১ রান প্রয়োজন ছিল ভারতের। ১৫ বলে ২০ রান করে ব্যাট করছিলেন রোহিত। ৪৬ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ২৩১/৮। পরের ২ ওভারে মাত্র ১ রান তুলতে সক্ষম হয় ভারত। ৪৭তম ওভারে ওঠে ১ রান। যার মধ্যে রোহিতও ২ বল খেলে কোনও রান করতে পারেননি। পরের ওভার মেডেন খেলে ফেলেন মহম্মদ সিরাজ। সেই ২ ওভারেই ম্যাচ কার্যত হাতছাড়া হয় ভারতের।
আরও পড়ুন: নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে অধিনায়ক রোহিতের পাশাপাশি আরও দুই তারকাকে পাবে না ভারত